ফল ঘোষণার আর ১ ঘন্টা, তার আগেই ফাঁস ‘সারেগামাপা’ যুগ্ম বিজয়ীর নাম! শুরু বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : আজ রবিবার, ২ রা মার্চ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে সারেগামাপা (Saregamapa)। প্রায় আট মাসের কড়া প্রতিযোগিতা শেষে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে গ্র্যান্ড ফিনালে পর্ব। একাধিক প্রতিভাবান প্রতিযোগীদের মধ্যে থেকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর শেষমেষ ১০ জন ফাইনালিস্ট উঠে এসেছে চূড়ান্ত পর্বে। আর প্রায় ঘন্টা খানেক বাকি বিজয়ীদের নাম ঘোষণা হতে। তার আগেই ফাঁস হয়ে গেল যুগ্ম বিজেতাদের নাম।

সারেগামাপায় (Saregamapa) এবারে যুগ্ম বিজয়ী

সারেগামাপা (Saregamapa) ফিনালে নিয়ে দীর্ঘ প্রতীক্ষা ছিল দর্শকদের। সেই সঙ্গে জল্পনা ছিল, কে হবেন বিজেতা, কার হাতে উঠবে বিজয়ীর ট্রফি। উল্লেখ্য, এবারের সিজনে যে যুগ্ম বিজয়ী হবে তা আগেই জানা গিয়েছিল। আসলে এবারে বিচারকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, বড়দের মধ্যে থেকে একজন এবং ছোটদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে।

Saregamapa dual winner name revealed

ফাঁস হল নাম: সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালে সম্প্রচার চলাকালীনই এবার ফাঁস হয়ে গেল বিজয়ীদের নাম। গুগল সার্চ করলেই এবার পেয়ে যাবেন বাংলা সারেগামাপা ২০২৪ (Saregamapa) এর বিজয়ীর নাম। গুগল এর মতে দেয়াশিনী রায় হলেন এবারের সিজনের বিজয়ী। গুগলে দেয়াশিনীর নম দিয়ে সার্চ করলেই লেখা রয়েছে সারেগামাপা (Saregamapa) ফাইনালিস্ট এবং ২০২৪ সালের যুগ্ম বিজয়ীদের মধ্যে একজন। কিন্তু আরেকজন বিজেতা কে?

আরো পড়ুন : ৪৫ দিনে ৬৬ কোটির জনসমাগম! মেলা ভাঙতে একী পরিস্থিতি মহাকুম্ভ প্রাঙ্গণে!

আরেকজন বিজয়ী কে: সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, ছোটদের মধ্যে বিজয়ী হয়েছেন অতনু মিশ্র। এমনকি কারা কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, সেই সঙ্গে বিশেষ পুরস্কার কারা পেয়েছেন সেই তালিকাও উল্লেখ করা হয়েছে। যদিও এই তালিকার সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট। এর আগেও অবশ্য সারেগামাপার (Saregamapa) প্রাক্তন বিজয়ী সৌম্য চক্রবর্তী ফাঁস করে দিয়েছিলেন বিজেতাদের নাম। তবে পরে সেই পোস্ট মুছে দেন তিনি।

আরো পড়ুন : ফের স্লট চেঞ্জ, নতুন মেগার ঝাপটায় “ভাগ্য বদল” জি বাংলার জোড়া মেগার

এদিকে সম্ভাব্য বিজয়ীদের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। অনেকের মতে, গ্র্যান্ড ফিনালের আগে বাদ পড়া অঙ্কনা অনেক ভালো গাইতেন। তবুও তাঁকে বাদ দেওয়া হল। অনেকে এর মধ্যে ‘ষড়যন্ত্র’এর গন্ধও পেয়েছেন।

SaReGaMaPa Winners4 1740915959434 1740915981169

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর