বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) রেশ এখনও পুরোপুরি কাটেনি। এবার এই ঘটনাতেই ফের তৎপর হয়ে উঠল সিবিআই (CBI)। সোমবার এবং মঙ্গলবার মোট ১১ জনকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) কাদের তলব করল সিবিআই?
গত ৯ আগস্ট আরজি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। পরবর্তীতে সামনে আসে ধর্ষণ খুনের কথা। এবার সেই মামলার প্রেক্ষিতেই টালা থানা এবং আরজি কর হাসপাতালের আউট পোস্টে কর্মরত ১১ জন পুলিশ কর্মীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ এবং আগামীকাল তাঁদের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে। তবে তদন্ত এখনও থামেনি। এবার সেই সূত্রেই ১১ জন পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই। জানা যাচ্ছে, মূলত ঘটনার দিন তথা গত বছরের ৯ আগস্ট আরজি করের আউট পোস্টে কর্মরত থাকা পুলিশকর্মীদের সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ মার্চেই হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! বৃষ্টিতে ভিজতে পারে ‘এই’ জেলা! একনজরে আবহাওয়ার খবর
ঘটনার দিন কে কোথায় ছিলেন, কার কোথায় ডিউটি ছিল, কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন, এমনই নানান বিষয়ে জানার জন্য ওই ১১ জন পুলিশ (Police) আধিকারিককে তলব করা হয়েছে বলে খবর। আজ ও আগামীকাল তাঁদের সিবিআই দফতরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
এদিকে সম্প্রতি দিল্লি গিয়েছিলেন আরজি কর (RG Kar Case) নির্যাতিতার বাবা-মা। সেখানে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। দিল্লি থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিলোত্তমার বাবা। তিনি বলেন, ‘সিবিআই তদন্তে আমরা খুশি নই, সেটা বলতেই এত দূর এসেছিলাম। ওনারা বললেন, আমরা তদন্ত করছি, ধৈর্য ধরুন। আরও কয়েকটা দিন দেখি, তারপর দিল্লি কিংবা অন্য কোথাও ধরনা করার কথা ভাবব। এর শেষ আমরা দেখে ছাড়ব’।