বিপর্যয় মোকাবিলায় বড় পদক্ষেপ! বাড়ছে রাজ্যের পুলিশ বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য (West Bengal) পুলিশের বিভিন্ন ব্যাটেলিয়ান থেকে বাছাই করা কর্মী নিয়ে তৈরি হয়েছে ডিএমজি ইউনিট অর্থাৎ রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বর্তমানে রাজ্যের সশস্ত্র বাহিনীর অধীনে রয়েছে ডিএমজির মোট সাতটি ইউনিট। তবে গোটা রাজ্যে বিভিন্ন বিপর্যয় ঘটলে তা এই সাতটি ব্যাটেলিয়ান-এর পক্ষে সামলানো খুব মুশকিল হচ্ছিল।  তাই ডিএনজি ইউনিটের সংখ্যা বাড়ানোর দাবি উঠছিল বিগত বেশ কিছুদিন ধরেই।

রাজ্য (West Bengal) পুলিশের ভোলবদল!

ভবানী ভবন সূত্রে খবর, সেই দাবি মেনে নিয়েই এবার রাজ্য (West Bengal) পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ডিএমজি ইউনিটের সংখ্যা বাড়ানো হল। বর্তমানে রাজ্যে মোট সাতটি ডিএমজি ইউনিট রয়েছে, যা এবার বেড়ে হচ্ছে ১৪। এই সংক্রান্ত একটি নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, প্রত্যেকটি নতুন ইউনিটে মোট ৪০ জন সদস্য থাকবেন। তাদের মধ্যে ৩৬ জন কনস্টেবল এবং বাকি চারজন থাকছেন অফিসার। নির্দেশ মেলা মাত্রই রাজ্যের বেশ কয়েকটি জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, বর্তমানে রাজ্য (West Bengal) সশস্ত্র বাহিনীর ৪, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১৩ ব্যাটেলিয়নের অধীনে রয়েছে ডিএমজির সাতটি ইউনিট। প্রয়োজন মাফিক রাজ্যের এডিজি (আইন শৃঙ্খলা) কিংবা ডিআইজি (সশস্ত্র)-র নির্দেশে ওই ইউনিট উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছে যেত। তবে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা বিপর্যয়ের ঘটনা সামলাতে নাজেহাল অবস্থা হচ্ছিল এই সাতটি ব্যাটেলিয়নের ডিএমজির।

প্রসঙ্গত এর আগেও নাকি রাজ্য (West Bengal) পুলিশের তরফে আলাদা ডিএমজি ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা কোনো কারণে কার্যকর করা যায়নি। সূত্রের খবর এবার, সেই ঘাটতি মেটাতে এবার রাজ্য পুলিশের কর্তারা এই পদক্ষেপ নিচ্ছেন। তাই এবার আরও সাতটি ব্যাটেলিয়নে ওই নতুন ডিএমজি ইউনিট তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই শুরু অ্যাকশন! ‘ভূতুড়ে’ ভোটার ধরতে কী করতে চলেছে তৃণমূল?

রাজ্য সশস্ত্র বাহিনীর ১, ২, ৩ এবং ১১ নম্বর ব্যাটেলিয়ন ছাড়াও নতুন গঠিত জঙ্গলমহল, নারায়ণী এবং গোর্খা ব্যাটেলিয়নেও ওই ডিএমজি ইউনিট তৈরি হয়েছে বলে খবর। এর ফলে এবার রাজ্য পুলিশের সব ব্যাটেলিয়নেই ডিএমজি ইউনিট থাকছে। পুলিশের কর্তাদের একাংশের দাবি এরফলে আগামীদিনে  রাজ্যের যে কোনো জেলায় বিপর্যয় ঘটলে দ্রুত সেখানে ডিএমজি বাহিনী পৌঁছতে পারবে।

Bhawani

সূত্রের খবর, নবগঠিত প্রতিটি ডিএমজি ইউনিটে মোট ৪০ জন সদস্য থাকছেন। পাঁচটি বিশেষ দল নিয়ে গঠিত প্রতিটি স্কোয়াড বিভিন্ন কাজে যুক্ত থাকবে। কোনও দল ডুবে যাওয়ার ঘটনায় তল্লাশি করবে, তো কেউ আবার বহুতল জায়গায় উদ্ধারকার্য করবে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যাটেলিয়ন থেকে মোট ৪০ জন পুলিশকর্মীকে নতুন ডিএমজি ইউনিটের জন্য বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এক পুলিশ করতে জানিয়েছেন বাছাই পর্ব শেষ হলে ডিআইজি-র (সশস্ত্র) নির্দেশে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে যে সব ব্যাটেলিয়নে ডিএমজি ইউনিট রয়েছে, তার সদস্য সংখ্যা প্রায় ৮০। তাঁদের মধ্যে মোট ৭০ জন পুলিশ কনস্টেবল আর বাকিরা হলেন অফিসার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর