বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যু নিয়ে এখনও সরগরম বাংলা। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (DA) দেওয়া হচ্ছে তাঁদের। সম্প্রতি ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলেও খুশি নন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই আবহে সামনে আসছে নয়া আপডেট!
মার্চেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করতে পারে সরকার!
দেখতে দেখতে নতুন বছরের দু’মাস কেটে গিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি শেষে শুরু হয়েছে মার্চ। এই মাসেই রয়েছে রঙের উৎসব দোল। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড়সড় সুখবর পেতে পারেন বলে খবর। জানা যাচ্ছে, ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আগামী বুধবার মন্ত্রিসভার একটি বৈঠক রয়েছে। আশা করা হচ্ছে, এরপরেই হয়তো ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কারণ গত বছরও মার্চ মাসে হোলির আগে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তির আশায় বুক বেঁধেছেন অনেকে।
আরও পড়ুনঃ এক টাকাও লাগবে না! উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রাজ্যের! ধন্য ধন্য করছে সকলে
এমনিতে সাধারণত বছরে দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ডিএ বাড়ানো হয়। প্রথম দফায় জানুয়ারি থেকে এবং দ্বিতীয় দফায় জুলাই থেকে নয়া হার কার্যকর করে সরকার। এই বছর ১ জানুয়ারি পেরিয়ে গেলেও নতুন করে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, এই মাসেই ডিএ বৃদ্ধির সুখবর দেওয়া হবে এবং জানুয়ারি থেকে নয়া হার কার্যকর করা হবে।
এখন প্রশ্ন হল, এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র? রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এবার ৩% থেকে ৪% হারে ডিএ বৃদ্ধির আশা করতে পারেন। সেই হিসেবে নূন্যতম ১৮,০০০ টাকা মাসিক বেতন পাওয়া একজন সরকারি কর্মী প্রত্যেক মাসে অতিরিক্ত ৫৪০ টাকা থেকে ৭৫০ টাকা পেতে পারেন।
কেন্দ্রের তরফ থেকে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হলে, তার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীর সুরাহা হবে বলে খবর। নূন্যতম ১৮,০০০ টাকা মাসিক বেতন পাওয়া একজন সরকারি কর্মী ৫৩% হারে বর্তমানে ৯৫৪০ টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে উল্লিখিত হারে ডিএ বৃদ্ধি হলে এই অঙ্কটাই একধাক্কায় ১০,০৮০ টাকা কিংবা ১০,২৯০ টাকা হয়ে যেতে পারে।