বাংলা হান্ট ডেস্কঃ শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাস। ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একদিকে মন্ত্রীকে হেনস্থা, অন্যদিকে তাঁর গাড়ি দিয়ে এক পড়ুয়াকে ‘চাপা’ দেওয়ার অভিযোগ উঠেছে। ইন্দ্রানুজ রায় নামের সেই ছাত্রকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের যুব নেতা তথা দলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। গাড়ি চাপা পড়ার ছবি ‘ভুয়ো’ বলে তোপ দাগলেন তিনি।
ব্রাত্যর গাড়ির নীচে ‘চাপা’ পড়েননি যাদবপুরের ছাত্র! দাবি দেবাংশুর (Debangshu Bhattacharya)
ইন্দ্রানুজের গাড়ি ‘চাপা’ পড়ার ঘটনা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। অত ভিড়ের মধ্যে গাড়ির গতি কেন বাড়ানো হয়েছিল? উঠেছে এই প্রশ্ন। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। এবার যেমন দেবাংশু বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গাড়ি চাপা পড়ার ছবি একেবারেই ভুয়ো’।
সোমবার নিজের সমাজমাধ্যমে মিনিট চোদ্দর একটি ভিডিও শেয়ার করেন তৃণমূলের (Trinamool Congress) যুব নেতা। সেখানে ইন্দ্রানুজের গাড়ি ‘চাপা’ পড়ার ঘটনা নিয়ে বলতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখা, ‘ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়েনি কোনও ছাত্র। মার্কেটে ঘোরা ছবিটি ফেক। সিপিএম মাত্রই মিথ্যেবাদী, গোয়েবেলসের ভাই। প্রমাণসহ ব্যাখ্যা’।
আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে ১০,২৯০ টাকা? সরকারি কর্মীদের জন্য বড় খবর! মার্চেই হতে পারে ঘোষণা
এদিন শেয়ার করা ভিডিওয় কথা বলার পাশাপাশি নিজের যুক্তি খাঁড়া করতে একটি ছবিও আঁকতে দেখা যায় দেবাংশুকে (Debangshu Bhattacharya)। একটি কাঠের প্লেট ও বাটির সাহায্যে নিজের যুক্তি প্রমাণ করতে গিয়ে তিনি বলেন, ‘সত্যিই যদি গাড়ি চাপা পড়ে ওর চোখে আঘাত লেগে থাকে, সে কি ৫ মিনিট পর ইন্টারভিউ দেওয়ার অবস্থায় থাকতে পারে?’
এদিকে দেবাংশুর (Debangshu Bhattacharya) এই যুক্তির পর নাম না করেই তাঁকে নিশানা করেন এসএফআইয়ের প্রাক্তন সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, ‘তৃণমূলের নবীন মুখপাত্র ভিডিও ধরে সেকেন্ড মেপে দেখাচ্ছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হয়নি। সবটাই নাকি বানানো। আর এদিকে শিক্ষামন্ত্রী নিজে মিডিয়ায় বয়ান দিচ্ছেন যে তাঁর গাড়ির ধাক্কায় একজন পড়ুয়া আহত হয়েছেন। সেটা সাজানো নয় ও এর জন্য তিনি দুঃখিত। কার কথা ধরব?’