আর মিলবে না পেনশন ও অবসরকালীন সুবিধা! কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি থেকে অবসরের পর পেনশনের (Pension) ওপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন বহু মানুষ। এই টাকায় সংসার চলে অনেকের। এবার এই পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের এক শ্রেণির কর্মীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় ‘না’ বলল উচ্চ আদালত।

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কপাল পুড়ল কাদের?

সম্প্রতি বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে। বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন ও অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধা পাবেন না। রাজ্যের (Government of West Bengal) অনুমোদন ছাড়া কেবলমাত্র পুর বোর্ডের অনুমোদন নিয়ে যাদের নিয়োগ করা হয়েছে, সেই সকল কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

এই বিষয়ে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের অনুমোদন ছাড়া কেবলমাত্র পুরসভার অনুমতি দিয়ে যে সকল কর্মীর নিয়োগ হয়েছে, তাঁরা আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন। মূলত, বাম জমানায় পশ্চিমবঙ্গের নানান পুরসভায় কয়েক লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল। পুর বোর্ডের অনুমতি থাকলেও, অনেকেই রাজ্যের অনুমোদন পাননি। এতদিন অবধি পুরসভার ফান্ড থেকে তাঁদের মাইনে দেওয়া হতো। এদিকে পুর আইন বলছে, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন থাকা বাধ্যতামূলক। এবার তাঁদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট।

আরও পড়ুনঃ অবস্থান জানাতে হবে! সোজা কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

জানা যাচ্ছে, রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মী (Contractual Employees) ছিলেন মামলাকারী। তাঁর প্রয়াণের পর পেনশন, অবসরকালীন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, পুরসভা চুক্তিতে নিয়োগ করার পর রাজ্যের থেকে অনুমোদন নিয়ে ওই পদ রেগুলারাইজ করা হয়নি। সেই কারণে পুর আইন অনুযায়ী তিনি কোনও সুবিধা পাবেন না।

Calcutta High Court

এই মামলায় পুরসভার আইনজীবী অর্ক নাগ ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সালের পর নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের নানান রক্ষাকবচ প্রদান করা হয়েছে। সেই সঙ্গেই তৃণমূল জমানায় নিয়োগ করা বহু চুক্তিভিত্তিক কর্মীকে অনুমোদন দিয়েছে রাজ্য। এবার বাম জমানায় রাজ্যের সকল পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন সহ অবসরকালীন অন্যান্য আর্থিক সুবিধায় ‘না’ বলে দিল হাইকোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যেই এই রায় নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর