ঘুরে গেল খেলা! এবার আদানিকে বড় স্বস্তি দিলেন ট্রাম্প, অবাক গোটা বিশ্ব

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন। যার ফলে সমগ্র বিশ্বেই তিনি রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানিকে (Donald Trump-Gautam Adani) তিনি অনেকটাই স্বস্তি দিয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আদানি গ্রুপ আবার আমেরিকায় বড় বিনিয়োগ করার পরিকল্পনা আবার শুরু করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগের আবহে এহেন খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আদানি গ্রুপ আবারও আমেরিকায় একাধিক সেক্টরে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে নিউক্লিয়ার এনার্জি তথা পারমাণবিক শক্তি থেকে শুরু করে ইউটিলিটি এবং পূর্ব উপকূলে একটি বন্দরও সামিল রয়েছে বলে জানা গিয়েছে।

এবার আদানিকে (Donald Trump-Gautam Adani) বড় স্বস্তি দিলেন ট্রাম্প:

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছর ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গৌতম আদানি (Donald Trump-Gautam Adani) আমেরিকায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার ফলে প্রায় ১৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে অনুমান করা হয়। কিন্তু এর কিছুদিন পরেই আমেরিকায় আদানি এবং আদানি গ্রুপের আরও ৭ জন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই আধিকারিকদের বিরুদ্ধে ভারতে সোলার এনার্জি সম্পর্কিত চুক্তি পেতে এবং আমেরিকান বিনিয়োগকারীদের কাছ থেকে সেটি লুকনোর জন্য ২৬.৫ কোটি মূল্যের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এর পরে, আদানি গ্রুপের তরফে আমেরিকায় বিনিয়োগের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।

Donald Trump-Gautam Adani recent update.

আমেরিকায় বিনিয়োগ: এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে আদানির সাথে যুক্ত একটি সূত্র জানিয়েছে যে, গর ফেব্রুয়ারির শুরুতে ট্রাম্প (Donald Trump-Gautam Adani) ফরেন করাপ্ট প্র্যাকটিসেজ অ্যাক্ট (এফসিপিএ) নিষিদ্ধ করেছিলেন। এতে বড় ধরণের স্বস্তি পেয়েছে আদানি গ্রুপ। শুধু তাই নয়, এর ফলে আদানি গ্রুপের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জের অবসান হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে, আদানিকে এই আইনে সরাসরি অভিযুক্ত করা হয়নি। কারণ তিনি মার্কিন নাগরিক নন। তবে, আদানি গ্রুপ তাদের ওপরে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: KKR-এর বড় চমক! এই বিশেষ কারণের জন্যই রাহানেকে করা হল অধিনায়ক

অন্য একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের আগমনে কিছু পরিকল্পনা পুনরায় সক্রিয় করা হয়েছে। তবে আদানির (Donald Trump-Gautam Adani) ওপর এখনও খড়গ ঝুলছে বলেও স্বীকার করেছেন তিনি। এই তদন্ত দীর্ঘ দিন চলতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আদানির ঘনিষ্ঠ আরেকজন বলেছেন যে “আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার..তবে এই বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।” সূত্রের মতে, আদানি গ্রুপ আগে আমেরিকান কোম্পানিগুলির সাথে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করছিল এবং টেক্সাসে পেট্রোকেমিক্যাল বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করে। বর্তমানে গ্রুপটির আমেরিকায় বড় কোনও বিনিয়োগ বা প্রকল্প নেই।

আরও পড়ুন: ১৯৭১-এর পর এই প্রথম! বাংলাদেশের “ভারতীয়” বন্দরে নাক গলাচ্ছে পাকিস্তান, কী পরিকল্পনা ইউনূসের?

বিশেষজ্ঞরা কি জানিয়েছেন: আমেরিকায় মামলার বিষয়টি আদানি গ্রুপের জন্য একটি বড় ঝুঁকি হতে পারে। ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের ডিরেক্টর মাইকেল কুগেলম্যান বলেছেন, যদি আদানির বিরুদ্ধে অভিযোগ খারিজ করা হয় তবে গ্রুপটি আমরিকায় বিনিয়োগ করতে পারে। তিনি জানান যে, আদানির (Donald Trump-Gautam Adani) প্রচুর সম্পদ রয়েছে এবং মোদী সরকারের সাথে ওই গ্রুপের দৃঢ় সম্পর্ক রয়েছে। এটা অনুভব করে ট্রাম্প তাঁকে সাহায্য করতে পারেন। তবে, সামগ্রিক বিষয়টি পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপ কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X