গরম কাটিয়ে ফের দক্ষিণবঙ্গে পারদ পতন! মার্চে ফিরবে শীত? একনজরে আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ থেকেই গরমের দাপট টের পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। সকালে একটু বেরোলেই ঘেমে নেয়ে স্নান! ফ্যান ছাড়া থাকা মুশকিল হয়ে গিয়েছে। এই আবহেই বড় আপডেট (Weather Update) দিল আবহাওয়া দফতর। সপ্তাহের মাঝামাঝি খানিকটা স্বস্তি মিলতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?

গত রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে। সকালের রোদের তেজ দেখে মনে হচ্ছে, এপ্রিল-মে পড়ে গিয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা খানিকটা কমার পূর্বাভাস রয়েছে। এরপর অবশ্য ফের পারদ চড়তে পারে। শহর কলকাতার তাপমাত্রা সর্বাধিক ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও অন্যান্য জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে। তবে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা শুষ্ক থাকবে। তবে উপকূলবর্তী জেলা, যেমন দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট দেখা যেতে পারে। সকাল এবং সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া থাকলেও, রাতের দিকে খানিকটা অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুনঃ আর মিলবে না পেনশন ও অবসরকালীন সুবিধা! কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য

অন্যদিকে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি খানিকটা আলাদা। বিগত কিছুদিনে সেখানে ঝেঁপে বৃষ্টি হলেও আগামী ৪-৫ দিন বর্ষণের কোনও সম্ভাবনা (Rainfall Alert) নেই। উত্তরের তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না ও সেখানকার আকাশ পরিষ্কার থাকবে।

Temperature rise in Kolkata South Bengal weather West Bengal North Bengal weather update 3rd March

এদিকে মলদ্বীপ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি লাক্ষাদ্বীপ অবধি বিস্তৃত। সেই সঙ্গেই অসমে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যের আবহাওয়ার ওপর পড়বে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে দক্ষিণ (South Bengal Weather)-উত্তর ছেড়ে কেবলমাত্র শহর কলকাতার আবহাওয়ার কথা বলা হলে, মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বাধিক তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতা এমন রয়েছে, যা দিনের বেলা অস্বস্তি বৃদ্ধি করছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর