‘গ্রহণযোগ্যতাই নেই’! হাইকোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক রাজ্য সরকার! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মতামত জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী এবার উচ্চ আদালতে হলফনামা পেশ করল সরকার (Government of West Bengal)। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) মামলায় সম্প্রতি হলফনামা দিয়েছে রাজ্য।

বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে গিয়েছে এই মামলা (Calcutta High Court)

আরজি কর কাণ্ডের পর বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নির্যাতিতার নাম প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ধর্ষণ, শ্লীলতাহানি, অ্যাসিড হামলার মতো ঘটনায় নিগৃহীতার নাম এবং পরিচয় সামনে আনা যায় না। এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। একজন উচ্চপদস্থ পুলিশ কর্তার এহেন আচরণের নিন্দার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এবার তাতেই হলফনামা দিল রাজ্য।

উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (TS Sivagnanam) এজলাসে এই মামলাগুলি দায়ের করা হয়েছিল। তবে ইতিমধ্যেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মামলা থেকে অব্যাহতি নিলেও এই মামলার বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী এদিন হলফনামা দিল রাজ্য।

আরও পড়ুনঃ গরম কাটিয়ে ফের দক্ষিণবঙ্গে পারদ পতন! মার্চে ফিরবে শীত? একনজরে আবহাওয়ার খবর

প্রধান বিচারপতি সরে দাঁড়ানোর পর এই মামলা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন সেখানেই হলফনামা দেয় সরকার (West Bengal Government)। রাজ্য দাবি করেছে, আদালতে এই মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই। এহেন দাবির ‘কারণ’ও ব্যাখ্যা করা হয়েছে।

State can action against Vineet Kumar Goyal Center informed Calcutta High Court in RG Kar case

পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার, আইপিএস, বিনীত গোয়েলের বিরুদ্ধে যিনি বা যারা এই মামলা করেছেন, তাঁরা আসলে এই ধরণের মামলা রুজু করতে পারেন না। রাজ্য এই হলফনামা দেওয়ার পর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং মামলাকারীরাই বা এর কী উত্তর দেন, এবার সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর