DA অতীত! এবার নতুন দাবি রাজ্য সরকারি কর্মীদের! চাপ বাড়ল সরকারের?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং রাজ্য সরকারের (Government of West Bengal) মধ্যে ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। সম্প্রতি রাজ্য বাজেটে ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আগামী এপ্রিল মাস থেকে ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। যদিও তাতে অসন্তুষ্ট অনেকে। এই আবহে এবার নয়া দাবি তোলা হল।

হকের ডিএ-র জন্য দীর্ঘদিন ধরে লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)!

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী ১ এপ্রিল থেকে সেটা ১৮% হবে। তা সত্ত্বেও কেন্দ্র-রাজ্যর মধ্যে ৩৫% ডিএ ফারাক থাকবে। যা নিয়ে ঘোর অসন্তোষ রয়েছে সরকারি কর্মীদের একাংশের মনে। এই আবহে এবার নয়া দাবি তুললেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

রবিবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন মলয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে করা সেই পোস্টে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক সহযোগে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘গ্রহণযোগ্যতাই নেই’! হাইকোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক রাজ্য সরকার! কোন মামলায়?

মলয় (Malay Mukhopadhyay) লিখেছেন, ‘রেশন কার্ডে আধার লিঙ্ক, প্যান কার্ডে আধার লিঙ্ক, ব্যাঙ্ক এ/সিতে আধার লিঙ্ক। এমনকি এখন তো ফোনের সিম কার্ডেও আধার লিঙ্ক। ব্যতিক্রম শুধু ভোটার কার্ডে। তার মূল কারণ শাসক রাজনৈতিক দলগুলি যাতে ভোটের সময় জাল, প্রক্সি থেকে ভোট লুঠ করে ক্ষমতা দখল করতে পারে। তাই এখানেই প্রশ্ন, কেন রাজনৈতিক দলগুলি জোরালো দাবি তোলে না যে, আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ করতে হবে?

government employees 3

ইতিমধ্যেই মলয়ের এই পোস্ট সমাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। শতাধিক নেটিজেন সেখানে কমেন্ট করেছেন। তবে তাঁর এই প্রশ্নের প্রেক্ষিতে শাসকদল কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর