বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহের শুরু থেকেই ভোগান্তি অব্যাহত শেয়ার বাজারে (Share Market)। সোমবারের পর মঙ্গলবারেও রক্তাক্ত হয়ে রইল বাজার। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই এক ধাক্কায় পড়ে যায় দুই সূচক। ২৬৫ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স, অন্যদিকে নিফটি ৫০-র পতন হয়েছে ১৫০ পয়েন্ট। তবে একটু বেলা বাড়তে আবারো মাথা তোলার চেষ্টা করছে দুই সূচক।
বাজার (Share Market) খুলতেই পতন সূচকে
রিপোর্ট বলছে, বিগত পাঁচ মাসে শেয়ার বাজারে (Share Market) ঝড় বয়ে গিয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে নিফটি ৫০ পড়েছে প্রায় ৪ হাজার পয়েন্ট। সেনসেক্স পড়ে গিয়েছে ১৩ হাজার পয়েন্ট। মিডক্যাপ ইনডেক্সের পতন হয়েছে মোট ২২ শতাংশ। এর জেরে মাত্র পাঁচ মাসে বিনিয়োগকারীরা (Share Market) খুইয়েছেন প্রায় ৯৪ লক্ষ টাকা। মিউচুয়াল ফান্ডগুলির অবস্থাও শোচনীয়। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, এখনই কি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বেচে দেওয়া উচিত?
মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তা: উল্লেখ্য, শেয়ার বাজার (Share Market) এবং মিউচুয়াল ফান্ডের ‘ফান্ডা’ আলাদা হলেও তারা পরস্পরের সঙ্গে যুক্ত। তাই শেয়ার বাজারে ধস নামলেই মিউচুয়াল ফান্ড নিয়ে চিন্তা বাড়ে মানুষের। তবে বাজারের এই পরিস্থিতিতেও বিশেষজ্ঞরা বলছেন, টাকার খুব প্রয়োজন না হলে শেয়ার (Share Market) কিংবা মিউচুয়াল ফান্ড কোনোটাই এখন বেচে দেওয়া উচিত নয়। কারণ এখন এগুলিই বাজার ধরে রাখবে।
আরো পড়ুন : লাগাতার পতনের পর দুরন্ত কামব্যাক, ডলারের তুলনায় একধাক্কায় দাম বাড়ল রুপির
কী বলছেন বিশেষজ্ঞরা: বড় বিনিয়োগকারীরা সরে দাঁড়াচ্ছেন। এদিকে খুচরো বিনিয়োগকারীরাও সরে গেলে সম্পূর্ণ ধসে যাবে শেয়ার বাজার (Share Market)। উপরন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিক্রির পরিবর্তে এটা বরং শেয়ার কেনার জন্য উপযুক্ত সময়। এখন যদি ক্রমাগত শেয়ার কেনা যায় তবে ভবিষ্যতে তা লাভ দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরো বলছেন, এখন কোনো দিকে না তাকিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে যেতে হবে। একটা বড় পতন হয়েছে ঠিকই। তবে একটু সময় লাগলেও বাজার (Share Market) ফের মাথা তুলবে।
আরো পড়ুন : একটানা TRP পতন, দর্শক টানতে এবার যা করল জলসার মেগা… ইতিহাস গড়ল টেলিভিশনে!
কিন্তু এমন বিরাট ধসের কারণ কী? এর অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া ট্রেড তথা শুল্ক নীতি। এদিকে ভারতীয় মুদ্রার তুলনায় ডলারের শক্তি বাড়ছে ক্রমশ। ফলত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে মুখ ফেরাচ্ছেন। তবে শেয়ার মার্কেট আবারো উঠে দাঁড়াবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা।