বাংলা হান্ট ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়ারও পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বঙ্গ বিজেপির (BJP) হেভিওয়েটদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় তাঁকে। গত অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে EZCC-তে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে এই প্রবীণ নেতার বিরুদ্ধে। পরবর্তীতে এই জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিলেন উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ।
কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি মিঠুন চক্রবর্তীর!
গত অক্টোবরে EZCC-তে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতার বিরুদ্ধে। এই নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেক নিবাসী কৌশিক সাহা। বিএনএস ৮ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর আগে কলকাতার বউবাজার থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর তার এই মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)। পাল্টা এফআইআর খারিজ করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫৫০০! ‘এই’ সরকারি কর্মীদের ভাতা বাড়াল রাজ্য! জারি বিজ্ঞপ্তি
এবার সেই EZCC বিতর্কে মিঠুনের বিরুদ্ধে হওয়া এফআইআরের ওপর স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। এদিন পুলিশি তদন্তের ওপর স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Suvra Ghosh)। তাঁর নির্দেশ, আপাতত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না পুলিশ। মে মাসের ২০ তারিখ ফের এই মামলার শুনানি হবে।
এদিন হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে এই নির্দেশ দেওয়ার পর মিঠুনের আইনজীবী বিকাশ সিং বলেন, ‘এই মামলাটি ফের মে মাসে হাইকোর্টে শুনানির জন্য আসবে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে বারবার মিথ্যে মামলা করে তাঁকে হেনস্থা করা হয়েছে। সুবিচার নিয়ে আমরা হাইকোর্টের ওপর আশাবাদী’।