বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার ইতিমধ্যেই শুরু হয়েছে ক্রিকেটের মহারণ। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। এদিকে, এই সেমিফাইনালের আগেই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ রোহিত শর্মাকে “মোটা” এবং “অকার্যকর” অধিনায়ক বলেছেন। রোহিতের এহেন “বডি শেমিং”-এর কারণে গর্জে উঠেন ক্রিকেট অনুরাগীরা। ঠিক সেই আবহেই শামা মোহাম্মদের প্রতিক্রিয়াকে সমর্থন জানান তৃণমূল সাংসদ সৌগত রায়।
রোহিতের (Rohit Sharma) বিরুদ্ধে প্রতিক্রিয়ায় গর্জে উঠলেন অশোক:
শুধু তাই নয়, তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) দলে থাকার অনুপযুক্ত হিসেবেও দাবি করেন। এমতাবস্থায়, তৃণমূল সাংসদের এহেন প্রতিক্রিয়ার তুমুল সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তাঁর মতে, শুধুমাত্র রোহিত শর্মাই নয়, “বডি শেমিং” প্রত্যেকের ক্ষেত্রেই একটি নিন্দনীয় বিষয়। তিনি আরও বলেন, রোহিত হলেন একজন বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। IPL-এ তাঁর হাত ধরেই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। রোহিতের নেতৃত্বেই অপ্রতিরোধ্য থেকে ODI বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় ভারত। তারপরের বছর রোহিতের অধিনায়কত্বেই T20 বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে লড়াইতে নেমেছে ভারত। তাই, রোহিতের মতো খেলোয়াড়ের বিষয়ে সমালোচনার করার মতো “যোগ্যতা” ওই রাজনীতিবিদদের নেই বলেও মনে করেছেন তিনি।
এর পাশাপাশি অশোক দিন্দা আরও জানান, রোহিতের (Rohit Sharma) মতো এত বড় মাপের খেলোয়াড়ের প্রসঙ্গে সমালোচনা করে সমালোচকরা লাইমলাইটে থাকতে চাইছেন। তাতে, আদৌ রোহিতের কিছু যায় আসেনা। এদিকে, সৌগত রায়ের “রোহিতের খেলা উচিত নয়” এই প্রতিক্রিয়ার প্রসঙ্গে অশোক দিন্দা জানান, “এই বিষয়টির জন্য BCCI-এর নির্বাচকরা রয়েছেন। এছাড়াও, ট্রেনার, কোচ, কমিটি রয়েছে। তাঁরাই কারা খেলবেন তা নির্বাচন করবেন। উনি (সৌগত রায়) জীবনে ব্যাট-বল ধরেছেন কিনা সেটাই সন্দেহ। তাঁর রোহিতের বিষয়ে কথা বলার কোনও অধিকারই নেই।”
আরও পড়ুন: পরিকল্পনায় বদল! ভারতের এই “বন্ধু”-কে যুদ্ধবিমান দেবেনা চিন
অশোক দিন্দা জানান, “একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর (সৌগত রায়) কখনোই এই বিষয়টি বলা ঠিক নয়। আমি একজন খেলোয়াড় হিসেবে এই বিষয়টির তীব্র প্রতিবাদ করছি। কারোর উদ্দেশ্যে ‘বডি শেমিং’ করাটাও উচিত নয়। আমি চাইবো রোহিত (Rohit Sharma) আজকের ম্যাচে ODI বিশ্বকাপের বদলা নিক এবং ফাইনালে উঠুক। আর ভারত চ্যাম্পিয়ন হলে সমালোচকদের মুখ এমনিতেই কালো হয়ে যাবে।”
আরও পড়ুন: রোহিতের বডি শেমিং! “দলে জায়গা পাওয়াই উচিত নয়….”, বিরাট দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের
এদিকে, আজকের দুর্ধর্ষ ম্যাচের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়াও দেন দিন্দা। তিনি জানান, বর্তমানে ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী জায়গায় রয়েছে। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও তাঁদের দাপট দেখাচ্ছেন। বিরাট এবং রোহিত দু’জনেই রানে ফিরেছেন। তাই, ভারতীয় দল অস্ট্রেলিয়া তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। পাশাপাশি, তাঁর বিশ্বাস এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই জয়লাভ করবে।