বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার ক্ষেত্রে দর্শকদের মতামতকে বরাবরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ টিআরপি নিয়ে আসে তারাই। দর্শকদের উপরেই নির্ভর করে যেকোনো সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ। সুন্দর গল্প লিখে, অভিনয় দক্ষতা দিয়ে একটি সিরিয়ালকে প্রাণ দেওয়া হয়। কিন্তু দর্শকদের আগ্রহ জাগাতে না পারলে বেশিদিন টেকে না কোনো ধারাবাহিক (Serial)।
টিআরপিতে এগিয়ে রয়েছে জলসার সিরিয়ালগুলি (Serial)
আগেকার মেগা সিরিয়ালের (Serial) কনসেপ্ট এখন বদলেছে। এখন অধিকাংশ ধারাবাহিকেরই মেয়াদ এসে ঠেকেছে কয়েক মাস বা এক বছরে। ব্যতিক্রম থাকলেও তা খুবই কম। সেখানেই জি বাংলায় বেশ কিছু ব্যতিক্রম ধারাবাহিক (Serial) সম্প্রচারিত হচ্ছে, যেগুলি টিআরপিতে স্টার জলসার থেকে এগিয়ে রয়েছে অনেকটাই। পাশাপাশি নম্বর ধরে রেখে দীর্ঘদিন ধরে চলছে সিরিয়ালগুলি (Serial)।
স্টার জলসার সিরিয়াল নিয়ে বিতর্ক: এদিকে স্টার জলসায় নতুন শুরু হওয়া সিরিয়াল (Serial) নিয়ে দেখা দিয়েছে ধন্দ। সদ্য মাস খানেক হল শুরু হয়েছে ‘চিরসখা’। ভিন্ন ধরণের গল্প টিআরপি তালিকায় জায়গা করে নিতে পারলেও বিপরীতে ‘মিত্তির বাড়ি’র কাছে এখনো স্লট পায়নি ধারাবাহিকটি (Serial)। এর মাঝেই হঠাৎ তীব্র গুঞ্জন ওঠে, সিরিয়ালে ‘সম্ভবত’ কোনো বদল আসতে পারে। দর্শকদের একাংশ দাবি করতে থাকে, সুদীপ মুখোপাধ্যায়কে সরিয়ে ‘স্বতন্ত্র’র চরিত্রে ঋষি কৌশিককে আনা হোক। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই দাবি নিয়ে সংবাদ মাধ্যমে শোরগোল পড়লেও নির্মাতারা কোনো মন্তব্য করেননি।
আরো পড়ুন : একটানা TRP পতন, দর্শক টানতে এবার যা করল জলসার মেগা… ইতিহাস গড়ল টেলিভিশনে!
কী বললেন অভিনেতা: অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুদীপ। তিনি বলেন, সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীদের নাম ঘোষণা পর থেকেই অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে তাঁকে। সেসব মুখ বুজে সহ্য করেই কাজ করে গিয়েছেন তিনি। নায়ক বদলের গুঞ্জন তাঁর কানেও এসেছে। এমনকি স্ত্রী পৃথা নাকি আতঙ্কিত হয়ে ফোন করেছিলেন তাঁকে। তবে সুদীপ বলেন, কমেন্ট সেকশনে দর্শকদের মন্তব্য পড়ে তাঁর মন ভালো হয়ে। গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, স্বতন্ত্রর চরিত্রে সুদীপই সেরা। নায়ক বদলে গেলে তাঁরা সিরিয়াল (Serial) দেখবেন না।
আরও পড়ুন : শেয়ার বাজারে “রেড অ্যালার্ট”, ৫ মাসেই উধাও ৯৪ লক্ষ কোটি, মিউচুয়াল ফান্ড নিয়ে মিলল বড় সতর্কবার্তা
অন্যদিকে ঋষি কৌশিক জানান, তাঁকে এ বিষয়ে কেউ কিছুই জানায়নি। তাঁকে এমন কিছুই কেউ বলেননি। অন্যদিকে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, এমন কিছুই ঘটছে না। আসলে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক খবরই অনেক সময় রটে, যা কিছু কিছু কখনো সত্যি হয়, কোনোটা আবার শুধুই রটনা। তবে এই বিতর্কে ভর করে চিরসখার টিআরপি বাড়ে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।