বাংলাহান্ট ডেস্ক : ওষুধ (Medicine) দেয় জীবন। যে রোগমুক্তির জন্য ওষুধ খাওয়া হয়, সেটাই যদি প্রাণঘাতী হয়ে ওঠে, তাহলে? বর্তমানে অবশ্য ঘটছে তেমনটাই। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল করেছে দেশের মোট ৯৩ টি ওষুধ (Medicine)। এমনকি এই তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৬ টি ব্যাচের রিঙ্গার ল্যাকটেট সহ আরো কয়েকটি স্যালাইনও রয়েছে। জানা গিয়েছে, স্টেরিলিটি পরীক্ষায় স্যালাইনের নমুনাগুলি সম্পূর্ণ ফেল করেছে। নমুনাগুলির মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে বলে খবর।
কেন্দ্রের পরীক্ষায় ফেল একগুচ্ছ ওষুধ (Medicine)
যেমনটা জানা গিয়েছে, ফেল করা ওষুধগুলির তালিকায় অধিকাংশই রয়েছে বিভিন্ন নামী সংস্থার ওষুধ (Medicine)। হৃদযন্ত্রের সমস্যা থেকে স্নায়ুরোগ, এমনকি শিশুদের জন্য ব্যবহৃত ওষুধও রয়েছে তালিকায়। হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমিসারটান, এমোক্সিসিলিন, পটাশিয়াম ক্ল্যাভিউনেটের মতো ওষুধ যেমন রয়েছে, তেমনি প্যারাসিটামল, পেনকিলার, অ্যান্টিবায়োটিক, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ (Medicine) রয়েছে এই তালিকায়। আবার শিশুদের সর্দিকাশির জন্য ব্যবহৃত সিরাপও ফেল করেছে পরীক্ষায়।
রয়েছে এ রাজ্যে তৈরি স্যালাইন: এই ফলাফল এক ধাক্কায় মনে করিয়ে দিয়েছে মাস কয়েক আগে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা। প্রসবের পর নিষিদ্ধ স্যালাইন দেওয়ায় একজন প্রাণ হারিয়েছিলেন। চারজনকে গুরুতর অসুস্থ অবস্থায় পাঠানো হয় কলকাতার হাসপাতালে। সেক্ষেত্রে যে নিষিদ্ধ স্যালাইনটি (Medicine) ব্যবহার হয়েছিল তা ছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, যা এবার পরীক্ষায় ফেল করেছে। এই ঘটনায় আবারো মুখ পুড়ল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের।
আরো পড়ুন : শেয়ার বাজারে “রেড অ্যালার্ট”, ৫ মাসেই উধাও ৯৪ লক্ষ কোটি, মিউচুয়াল ফান্ড নিয়ে মিলল বড় সতর্কবার্তা
কবে হয়েছে পরীক্ষা: উল্লেখ্য, জানুয়ারি মাসে সমগ্র দেশের বিভিন্ন ওষুধের (Medicine) নমুনা সংগ্রহ করা হয়। তারপর সেগুলির গুণগত মান যাচাই করা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি প্রতিটি রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবেও ওষুধের গুণমান পরীক্ষা করা হয়। জানুয়ারি মাসে মোট ১৪৫ টি ওষুধকে (Medicine) সঠিক গুণমানের নয় বলে কেন্দ্রের তরফে চিহ্নিত করা হয়েছিল।
আরো পড়ুন : নির্মাতাদের কান পর্যন্ত পৌঁছালো দর্শকদের দাবি, মাস ঘুরতেই “মুখবদল” জলসার TRP টপার মেগায়!
এর আগেও একাধিক ওষুধকে নিম্নমানের বলে জানানো হয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে। অথচ সেইসব ওষুধ দিব্যি বিক্রি হচ্ছিল ভারতীয় বাজারে। ওই ওষুধ গুলির উপাদানে ভেজাল পাওয়া গিয়েছিল বলে জানানো হয়েছিল। গত নভেম্বর মাসে হয়েছিল সেই পরীক্ষা।