ভরা বসন্তে ‘গ্রীষ্মের আগমন’! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ সবে মার্চ মাসের শুরু, কিন্তু বেলার দিকে রোদের তেজ বলছে এ যেন এপ্রিল-মে মাস। ফ্রেব্রয়ারিতে শীত বিদায়ের সাথেই এক ঝটকায় বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। হু হু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই সাথে চলছে দিন রাতের আবহাওয়ার খাম-খেয়ালিপনাও। ঊর্ধ্বমুখী তাপমাত্রা জানান দিচ্ছে গরমের দাপট বাড়াতে বঙ্গে গ্রীষ্মের আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) গোটা বাংলা জুড়েই আবহাওয়া বিরাট ভেলকি দেখাচ্ছে কয়েকদিন ধরে। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

আগামীকালের আবহাওয়ার খবর (South Bengal Weather)

দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে-সাথেই রোদের তেজে ঘেমে-নিয়ে চান হওয়ার জোগাড়। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই  ফিরছে বসন্তের মনোরম আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। তাই আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই।

জানা যাচ্ছে হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা‌, বাঁকুড়া,বীরভূম,এবং পুরুলিয়া জেলায় আপাতত বৃষ্টির হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও দক্ষিণের (South Bengal Weather) অন্যান্য জেলাগুলিও আপাতত শুকনো থাকবে। তবে দক্ষিণবঙ্গে আগামীদিনে সামান্য হলেও কমতে পারে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের মাঝের দিকে তাপমাত্রা সামান্য কমলেও সপ্তাহান্তে আবার বাড়বে গরমের দাপট।

আরও পড়ুন: অক্ষরে অক্ষরে মিলে গেল পূর্বাভাস! রাজ্যজুড়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন

আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গেও এবার শুরু হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। হাওয়া অফিস সূত্রে খবর তাই আগামীদিনে উত্তরবঙ্গ জুড়ে ওঠা-নামা করবে তাপমাত্রার পারদ। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে পাহাড়ে।

South Bengal Weather

অন্যদিকে শীত বিদায় নিতে না নিতেই মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে খেল দেখাচ্ছে গরম! বিগত দিনের তুলনায় আমূল পাল্টেছে দক্ষিণের আবহাওয়া। বেশ কিছুদিন ধরে সকাল এবং সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সাথে গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হচ্ছে। অস্বস্তি থাকছে রাতের দিকেও।
Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর