বাংলাহান্ট ডেস্ক : মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওর দাপটে ভারতের টেলিকম বাজার থেকে ব্যবসা গোটাতে বাধ্য হয়েছে একাধিক টেলিকম সংস্থা। বর্তমানে দেশের টেলিকম বাজারে রীতিমত রাজত্ব করছে রিলায়েন্স জিও। জিওর পাশাপাশি এয়ারটেল, ভি ও সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) টেলিকম পরিষেবা দিচ্ছে গ্রাহকদের।
বিশেষ অফার আনছে বিএসএনএল (BSNL)
তবে গত বছর প্রত্যেকটি বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জের মূল্য বৃদ্ধি করলেও, সেই পথে হাঁটেনি বিএসএনএল (BSNL)। রিচার্জ মাসুল বৃদ্ধি না করায় গত বছর থেকে ক্রমেই গ্রাহক সংখ্যা বাড়ছে বিএসএনএলের। পাশাপাশি দেশের একাধিক অঞ্চলে 4G পরিষেবা শুরু করে জিওকে রীতিমতো বেগ দিচ্ছে সরকারি এই টেলিকম সংস্থা (Telecommunication Company)।
আরও পড়ুন : ক্রমশ বাড়ছে উদ্বেগ! এই একটা জিনিস দিয়েই ৩ দিক দিয়ে ভারতকে ঘিরে ধরেছে পাকিস্তান-মলদ্বীপ-বাংলাদেশ
সব ধরনের গ্রাহকদের কথা চিন্তা করে বিএসএনএলের রয়েছে সস্তার বিভিন্ন প্ল্যান। এবার রঙের উৎসব হোলি উপলক্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে এল বিএসএনএল। ২৩৯৯ টাকার বার্ষিক রিচার্জে বিএসএনএল গ্রাহকদের দিচ্ছে অতিরিক্ত এক মাসের ভ্যালিডিটি। যারা প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান তারা একবার ২৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে পেয়ে যাবেন মোট ৪২৫ দিনের ভ্যালিডিটি।
আরও পড়ুন: কাউকে ‘পাকিস্তানি’ বলে ডাকা অপরাধ? বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কোন মামলায়?
দীর্ঘমেয়াদী এই প্ল্যানে আনলিমিটেড ফোন কলস ছাড়াও রয়েছে একাধিক সুবিধা। ২৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা আনলিমিটেড ফোন কলস করার পাশাপাশি পাবেন প্রতিদিন ২ জিবির হাইস্পিড ডেটা। দিল্লি ও মুম্বাইয়ের এমটিএনএল নেটওয়ার্ক সহ দেশের যেকোনও প্রান্তে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধাও পেয়ে যাবেন বিএসএনএল গ্রাহকরা।
২৩৯৯ টাকার পাশাপাশি ১৯৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যান রয়েছে বিএসএনএলের (Bharat Sanchar Nigam Limited)। ১৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে বিএসএনএল (BSNL) গ্রাহকরা পেয়ে যাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি। সেইসাথে থাকবে মোট ৬০০ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ফোন কলস ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুযোগ।