বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে নিজের দাপট বজায় রেখেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার (India-Australia) মতো দলকে হারিয়ে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রোহিত বাহিনী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত (India-Australia):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের এই জয়ের নায়ক হলেন বিরাট কোহলি। তিনি ৮৪ রানের একটি দুর্ধর ইনিংস উপহার দান। এদিকে, এই জয়ের মাধ্যমে ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার (India-Australia) বিরুদ্ধে হারের প্রতিশোধ নিল। শুধু তাই নয়, ভারতের কাছে এই ম্যাচে পরাজয়ের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া।
One Step Closer to
Clinical #TeamIndia overcome Australia by 4 wickets and book their spot in the final
Scorecard ▶️ https://t.co/HYAJl7biEo#INDvAUS | #ChampionsTrophy pic.twitter.com/rFYYEd70VC
— BCCI (@BCCI) March 4, 2025
প্রসঙ্গত উল্লেখ্য যে, আজকের এই সেমিফাইনালের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। যেখানে তারা করে ২৬৪ রান। এমতাবস্থায়, ভারতের কাছে ছিল ২৬৫ রানের টার্গেট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India-Australia) হয়ে হাফ-সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন: ক্রমশ বাড়ছে উদ্বেগ! এই একটা জিনিস দিয়েই ৩ দিক দিয়ে ভারতকে ঘিরে ধরেছে পাকিস্তান-মলদ্বীপ-বাংলাদেশ
স্টিভ স্মিথ খেলেছেন ৭৩ রানের ইনিংস। আর ক্যারির ব্যাট থেকে আসে ৬১ রান। এদিকে, ট্র্যাভিস হেড ৩৯ রানের ইনিংস এবং লাবুশানে ২৯ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে মহম্মদ শামি ৩ টি এবং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: আম্বানির সাথে “লড়াই”! এবার রিলায়েন্সের কাছ থেকে ২,৪৫,৪৮,৮৬,২৫,০০০ টাকা চাইল সরকার
অপরদিকে, টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়ক রোহিত শর্মা করেন ২৮ রান। শুভমান গিল মাত্র ৮ রানে আউট হয়ে গেলেও তারপরে দুর্ধর্ষ ইনিংস খেলেন বিরাট কোহলি। এর পাশাপাশি শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল করেন যথাক্রমে ৪৫ এবং ২৭ রান। এছাড়াও কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়া করেন ৪২ ও ২৮ রান। পাশাপাশি, রবীন্দ্র জাদেজা ২ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার (India-Australia) হয়ে নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা নেন ২ টি উইকেট। এছাড়াও, বেন ডরসুইশ এবং কুপার কনোলি নেন ১ টি করে উইকেট।