ইন্ডাস্ট্রি কাঁপিয়ে “লোক দেখানো” বিয়ে, চুক্তি ফুরোতেই আলাদা হচ্ছেন নীল-তৃণা! বিষ্ফোরক নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় ফের শোরগোল। এমনিতেই বিনোদুনিয়ায় সম্পর্কের টানাপোড়েন লেগেই থাকে। বিচ্ছেদের খবর রটে অহরহ। এবারও তেমনি এক খবরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বিয়ে ভেঙে নাকি আলাদা হয়ে যাচ্ছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা (Trina Saha)। ছোটপর্দার অতি জনপ্রিয় এই জুটির নাকি হয়েছিল ‘চুক্তির বিয়ে’। তা এবার শেষের পথে।

সত্যিই আলাদা হচ্ছেন নীল তৃণা (Trina Saha)

বিগত কয়েক দিন ধরেই এমন খবর শোনা যাচ্ছিল টেলিপাড়ায়। চার বছর হয়ে গিয়েছে নীল তৃণার (Trina Saha) দাম্পত্য জীবনের। ধুমধাম করে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বিয়ে হয়েছিল দুজনের। তারকাদের ঢল নেমেছিল, এমনকি বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ‘তৃনীল’ এর বিয়ে নাকি ছিল স্রেফ একটা ‘চুক্তি’!

Trina saha opened up about divorce rumours

আলাদা হচ্ছেন জুটি: একাধিক রিপোর্টে প্রকাশ, চার বছরের জন্য বিয়ের চুক্তিতে নাকি আবদ্ধ হয়েছিলেন নীল তৃণা (Trina Saha)। কিন্তু বিয়ের পর ছয় মাস কাটতে না কাটতেই নাকি আলাদা হয়ে যান তাঁরা। বর্তমানে দুজনে নাকি আলাদাই থাকছেন বলেও খবর ছড়ায়। এমনকি এবার আইনি বিচ্ছেদের দিকে হাঁটতে চলেছেন নীল তৃণা (Trina Saha), এমনি গুঞ্জন শোনা গিয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

আরো পড়ুন : প্যারাসিটামল থেকে শিশুদের ওষুধ, কেন্দ্রের পরীক্ষায় ব্যর্থ ৯৩ টি ওষুধ! রয়েছে বঙ্গের “নিষিদ্ধ” স্যালাইনও

কী বললেন তৃণা: আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর দাবি, এবারেও নাকি ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এমন কিছুই ঘটছে না। সবটাই মিথ্যে বলেই দাবি তাঁর। নীল এখনও মুখ খোলেননি বিষয়টি নিয়ে। তিনি আপাতত ব্যস্ত রয়েছেন নিজের সিরিয়ালের শুটিংয়ে।

আরো পড়ুন : বাংলাদেশের চরম দুর্দশায় কপাল খুলল ভারতের! রয়েছে এই সুবর্ণ সুযোগ

প্রসঙ্গত, এর আগেও নীল তৃণার (Trina Saha) বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে আবারো এক ফ্রেমে ধরা দিয়েছেন দুজনে। কিন্তু এবারে গুঞ্জন আরো তীব্র। তৃণা অস্বীকার করলেও জল্পনা থামার নাম নেই টেলিপাড়ায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর