হারিয়ে গিয়েছিলেন সিরিয়াল থেকে, জলসার নতুন মেগায় ফিরছেন জনপ্রিয় নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় নায়িকার অভাব নেই। তবে এমন অনেক অভিনেত্রী আছেন, যারা একসময় যথেষ্ট জনপ্রিয় হলেও এখন আর তাদের দেখা যায় না কোনো সিরিয়ালে (Serial)। একসময় টেলিভিশন দুনিয়া কাঁপালেও এখন আর তাঁদের দেখা যায় না। তবে দর্শকদের মনে আজো রয়ে গিয়েছেন তাঁরা।

অনেক জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়িকা হারিয়ে গিয়েছেন

বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের (Serial) অভাব নেই। বহু নায়িকারা বিভিন্ন সময়ে পা রেখেছেন বিভিন্ন ধারাবাহিকে। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন সেসব নায়িকারা। তবে তাঁদের অভিনীত সিরিয়াল (Serial), চরিত্রগুলি আজও মনে রয়ে গিয়েছে দর্শকদের। অবশেষে এমনি একজন নায়িকার আবারো ফেরার খবর মিলল সিরিয়ালে (Serial)।

This actress is coming back in this serial

ফিরছেন জনপ্রিয় নায়িকা: স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’। এবারে আর নারীকেন্দ্রিক নয়, এই ধারাবাহিকে নায়ককে ঘিরেই এগোবে গল্প। আর এই সিরিয়াল (Serial) নিয়েই এবার এল বড় খবর। এক জনপ্রিয় নায়িকা দীর্ঘ বিরতির পর ফিরছেন এই সিরিয়ালে। তিনি হলেন অভিনেত্রী টুম্পা ঘোষ। জানা যাচ্ছে, ব্লুজ প্রোডাকশনের আসন্ন পরশুরাম সিরিয়ালের (Serial) হাত ধরেই নাকি ফের ক্যামেরার সামনে ফিরতে চলেছেন তিনি।

আরো পড়ুন : সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে সিরিয়ালে এন্ট্রি “ফুগলা”র! বিরাট চমক দিল জি বাংলার মেগা

এই অভিনেত্রীর ফেরার গুঞ্জন: এক সময় ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। একাধিক সিরিয়ালে (Serial) অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন টুম্পা। তবে হঠাৎ করেই তিনি সরে যান অভিনয় জগৎ থেকে। তবে আবারো তাঁর ফেরার গুঞ্জনে খুশি দর্শকরা। যদিও চ্যানেলের তরফে বা নির্মাতারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরো পড়ুন : সত্যি হল জল্পনা, শেষ সুযোগ পেল সিরিয়াল, বড় ঘোষণা চ্যানেলের!

প্রসঙ্গত, সম্প্রতি চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে পরশুরামের সম্প্রচার সময়। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল (Serial)। জি বাংলার বেঙ্গল টপার পরিণীতার বিপরীতেই আনা হচ্ছে নতুন মেগাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর