বেতন বাড়বে বাসচালকদের, ‘বঞ্চিত’ কন্ডাক্টররা! এখন থেকেই চিন্তায় পরিবহণ দফতর

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বেতন বাড়ছে রাজ্যের (West Bengal) সরকারি বাস চালকদের। তবে বাস চালকদের বেতন বাড়ানো হলেও বঞ্চনার শিকার হচ্ছেন কন্ডাক্টাররা। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি বাস চালকদের সাম্মানিক বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। নবান্নের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তি অনুসারে বাস চালকদের সামানিক বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট সময়ের ব্যবধানে তা বাড়বে বলেও ঘোষণা করা হয়েছে। যদিও ওই বিজ্ঞপ্তিতে কন্ডাক্টারদের বেতন সম্পর্কে কোন ঘোষণা করা হয়নি। এই বেতন বৈষম্যের কারণে আগামী দিনে গোলমাল হওয়ার আশঙ্কা করছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকরা।

‘বঞ্চিত’ রাজ্যের (West Bengal) বাস কন্ডাক্টররা!

জানা যাচ্ছে, রাজ্যের (West Bengal) পরিবহন দপ্তরের তিনটি এজেন্সি মারফত মোট আড়াই হাজারের কিছু বেশি বাস চালকদের সঙ্গে কর্মরত রয়েছেন বাস কন্ডাক্টররা। পরিবহণ দফতর সূত্রে খবর, এই মূহূর্তে পরিবহণ দফতরে ১২০০-র বেশি চুক্তিভিত্তিক কন্ডাক্টর রয়েছেন। তবে নবান্নের থেকে প্রকাশিত অর্থ দপ্তরের ওই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বাস চালকদের কথাই উল্লেখ করা হয়েছে। তাই এখন থেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন পরিবহন দপ্তরের আধিকারিকদের একাংশ।

প্রশাসনিক সূত্রে খবর, বাস চালকদের বিজ্ঞপ্তি বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘোষণার আগে পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক হয়েছিল অর্থ দরকারের আধিকারিকদের। পরিবহন দপ্তর সূত্রে খবর ওই বৈঠক থেকেই পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বাসের চালক এবং কন্ডাক্টরদের সামানিক বৃদ্ধির প্রস্তাব রেখেছিলেন। একইসাথে উভয়ের ন্যূনতম ভাতা ১৭ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন তারা।

আরও পড়ুন: স্কুলে মোবাইল নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা নয়! আট দফা বিধি বেঁধে দিল হাই কোর্ট

বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যায় শুধুমাত্র চুক্তিভিত্তিক বাস চালানোর কাজে যোগ দিলে ন্যূনতম সান্মানিক ১৩ হাজার ৫০০ টাকা থেকে আড়াই হাজার টাকা বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। তবে সেখানে কন্ডাক্টরদের সাম্মানিক বৃদ্ধির ব্যাপারে কোনও উল্লেখ নেই।

This route bus is stopped to protest against Trinamool Congress leader

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘যে হেতু বাসচালকেরা ‘টেকনিক্যাল’ কাজের সঙ্গে যুক্ত, তাই হয়তো কেবলমাত্র বাসের চালকদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।’ কিন্তু অন্য এক আধিকারিকের কথায়, ‘কন্ডাক্টরদের বাসচালকদের তুলনায় বেশি দক্ষতা নিয়ে কাজ করতে হয়। তা ছাড়া বাস চালিয়ে রাজ্য (West Bengal) সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরাসরি ভূমিকা থাকে তাঁদের। তাই কন্ডাক্টরদেরও সাম্মানিক বৃদ্ধি করা উচিত ছিল।’ জানা যাচ্ছে বর্তমানে চালকদের বাস মতো কন্ডাক্টররাও ১৩ হাজার ৫০০ টাকা বেতন পান।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর