বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাইবার জালিয়াতির ঘটনা। যেখানে কিছু বুঝে ওঠার আগেই প্রতারণার সম্মুখীন হচ্ছেনা সাধারণ মানুষ। এদিকে, বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ঘটছে ডিপফেকের ঘটনাও। এমতাবস্থায়, দেশের গ্রাহকদের সতর্ক করতে বড় পদক্ষেপ গ্রহণ করল SBI (State Bank Of India)। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের এবং সাধারণ জনগণকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিওগুলির ক্রমবর্ধমান বিস্তার সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে।
গ্রাহকদের সতর্ক করল SBI (State Bank Of India):
ভুয়ো বিনিয়োগ স্কিম এড়িয়ে চলার পরামর্শ: সম্প্রতি একটি ভিডিও ভুলভাবে SBI (State Bank Of India)-তে বিনিয়োগ প্রকল্প চালু করার দাবি করে। এমতাবস্থায় ব্যাঙ্ক স্পষ্ট করে বলেছে যে এই ধরণের বিভ্রান্তিকর স্কিমগুলি তাদের কর্মচারী বা টপ ম্যানেজমেন্ট দ্বারা সমর্থিত নয়। SBI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করে ডিপফেক ভিডিও সম্পর্কে ব্যবহারকারীদের সতর্কতা জারি করেছে।
হাই রিটার্ন প্রদানকারী স্কিমগুলিতে বিশ্বাস করবেন না: SBI তার সমস্ত গ্রাহকদের বলেছে যে, টপ ম্যানেজমেন্টের ডিপফেক ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং কেউ কেউ SBI (State Bank Of India)-এর নামে ভুয়ো স্কিমগুলিতে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। তবে, SBI হাই রিটার্ন প্রদানকারী স্কিমগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! এবার টাটা গ্রুপের হাত ধরেই বিনিয়োগকারীরা হবেন মালামাল, ব্যাপারটা কী?
সর্বদা যাচাই করুন: জানিয়ে রাখি যে, ডিপফেক ভিডিওগুলি অ্যাডভান্সড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। যেখানে ছবি, ভয়েস এবং ফুটেজকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ভুয়ো কনটেন্ট তৈরি করা হয়। এই প্রযুক্তি ব্যবহার করে বড় ধরণের কেলেঙ্কারি ঘটানো ও জাল তথ্য ছড়িয়ে দেওয়া যেতে পারে। ডিপফেক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার সাইবার অপরাধীদের একটা অস্ত্র হয়ে উঠেছে। SBI (State Bank Of India) জানিয়েছে, ব্যাঙ্ক এজেন্ট বলে দাবি করা আধিকারিকদের অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের “ধাক্কা”, ODI ক্রিকেট থেকে অবসর স্টিভ স্মিথের
কীভাবে SBI-তে জাল বিনিয়োগ এড়াবেন:
* SBI (State Bank Of India)অফিসারের মতো দেখতে এমন কারো ভিডিও কলে আপনার বিশ্বাস করা উচিত নয়।
* একটি ডিপফেক ভিডিও শনাক্ত করতে, আপনার সেই ভিডিওটি সাবধানে দেখা উচিত৷
* ডিপফেক ভিডিওতে লিপ সিঙ্কিং এবং মুখের অভিব্যক্তি দ্বারা চিহ্নিত করা যেতে পারে।
* ব্যাঙ্ক জালিয়াতি এড়াতে, একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা উচিত।
* নির্দিষ্ট সময় অন্তর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন।
* আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করুন
* সুরক্ষিত সফ্টওয়্যার সেটআপ করুন।
* কোনও অচেনা ব্যাঙ্ক আধিকারিকের সাথে আপনার তথ্য শেয়ার করবেন না।
* আপনার ওটিপি এবং ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না।
* জালিয়াতি এড়াতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন।