যাহ! মহাকুম্ভের জেরে চরম সঙ্কটে ব্যাঙ্কগুলি, বড় পদক্ষেপ নিতে চলেছে RBI

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সম্পন্ন হওয়া মহাকুম্ভ সমগ্র বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়েছে। শুধু তাই নয়, কোটি কোটি ভক্ত সমাগমের এই বিশাল পূণ্যতীর্থ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে একের পর এক দুর্ধর্ষ নজির। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের অর্থনীতিতেও এই মেলার যথেষ্ট ইতিবাচক দিক পরিলক্ষিত হয়েছে। কিন্তু, এই কুম্ভমেলাই সমস্যা তৈরি করেছে ব্যাঙ্কগুলির (Maha Kumbh-Bank) জন্য। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কুম্ভমেলাই সমস্যা তৈরি করেছে ব্যাঙ্কগুলির (Maha Kumbh-Bank):

ব্যাঙ্কের কোষাগার খালি হয়েছে: আসলে, বর্তমানে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে ব্যাঙ্কগুলির কাছে এখন লোন বিতরণের জন্যেও অর্থ নেই। এখন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, মহাকুম্ভের (Maha Kumbh-Bank) কারণে ব্যাঙ্কের কোষাগার কীভাবে খালি হয়ে গেল? এর উত্তরও সামনে এসেছে। আসলে, মহাকুম্ভে যাওয়ার জন্য জনসাধারণ ব্যাঙ্ক থেকে প্রচুর টাকা তুলে নেয়। তাই, এখন ঋণ বিতরণের জন্যও পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যাঙ্কের কাছে নেই।

Maha Kumbh-Bank recent update.

রিপোর্ট প্রকাশ করেছে SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, ভারতীয় সিস্টেম বর্তমানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় লিকুইডিটি সঙ্কটের মুখোমুখি বয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থায় লিকুইডিটি গত নভেম্বরে ১.৩৫ লক্ষ কোটি টাকা থেকে কমে ডিসেম্বরে ০.৬৫ লক্ষ কোটি টাকা হয়েছে। এরপরে, জানুয়ারিতে ২.০৭ লক্ষ কোটি টাকা এবং ফেব্রুয়ারিতে এটি ১.৫৯ লক্ষ কোটি টাকাতে দাঁড়ায়।

আরও পড়ুন: ভারতকে টক্কর দিতে পরিকল্পনা তৈরি চিনের! নিয়ে ফেলল বড় পদক্ষেপ….জানলে হবেন “থ”

SBI রিপোর্টে আরও বলা হয়েছে যে লিকুইডিটি বাড়ানোর জন্য, RBI-কে ব্যাঙ্কগুলিতে মূলধন জোগাতে নগদ রিজার্ভ অনুপাত কমাতে হবে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, মহাকুম্ভ এবং অন্যান্য বড় অনুষ্ঠানের সময় ব্যাঙ্ক থেকে নগদ তোলার প্রবণতা বেড়ে যায়। খুচরো আমানতকারীরা মহাকুম্ভের (Maha Kumbh-Bank) সময় ব্যাঙ্ক থেকে প্রচুর নগদ তুলে নেয় এবং খরচ করে। তাই, এই সময়ে ব্ব্যাঙ্কে আমানতের চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি হয়। ওই টাকা এখনও ব্যাঙ্কে জমা না হওয়ায় ব্যাঙ্কগুলিতে লিকুইডিটি কমে গেছে।

আরও পড়ুন: একী কাণ্ড! এবার নতুন চিন্তায় ঘুম উড়ল খোদ SBI-র, গ্রাহকদেরও করা হল সতর্ক

ফেব্রুয়ারিতে কমানো হয়েছিল CRR (Cash Reserve Ratio): এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে, ফেব্রুয়ারি মাসে বৈঠকের পরে, RBI CRR কমিয়েছিল। যা ছিল ০.৫০ শতাংশ। ফেব্রুয়ারিতে ঘাটতির পর, ব্যাঙ্কিং ব্যবস্থায় ১.২০ লক্ষ কোটি টাকা এসেছে। এখন আবার ব্যাঙ্কিং ব্যবস্থায় লিকুইডিটি বাড়াতে RBI-কে CRR কমাতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর