বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতীয় রেলের (Indian Railways) দুটি গুরুত্বপূর্ণ সংস্থা পেল ‘নবরত্ন’ মর্যাদা। ডিপার্মেন্ট অফ পাবালিক এন্টারপ্রাইজেসের পক্ষ থেকে ‘নবরত্ন’ খেতাব দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের (Indian Railways) আইআরসিটিসি (Indian Railways Catering and Tourism Corporation) ও আইআরএফসি-কে (IRFC)।
‘নবরত্ন’ খেতাবপ্রাপ্তি ভারতীয় রেলওয়ের (Indian Railways) আইআরসিটিসির
সূত্রের খবর, এই মর্যাদা লাভের ফলে সংস্থা দুটি সরকারি অনুমোদন ছাড়াই ১০০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের অধিকারী হবে। যার ফলে গতি আসবে কাজে। আইআরসিটিসির এজিএম কৌশিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘নবরত্ন’ খেতাবের ফলে সংস্থার পরিকাঠামো ও আয় বৃদ্ধির পাশাপাশি কর্মী নিয়োগ এবং বিনিয়োগের ক্ষেত্রে কর্পোরেট সুবিধা লাভ করবে সংস্থা।’
আরও পড়ুন: আদানির মাস্টারস্ট্রোক! দেশবাসীকে চমকে দিয়ে এবার নিয়ে ফেললেন বড় পদক্ষেপ
কার্যক্ষমতা ও লভ্যাংশের উপর বিচার করে পাবলিক সেক্টর কোম্পানিগুলিকে কেন্দ্রীয় সরকার (Central Government) ভাগ করে থাকে ‘মহারত্ন’, ‘নবরত্ন’ এবং ‘মিনিরত্ন’ বিভাগে। কোনও পাবলিক সেক্টর সংস্থা ‘নবরত্ন’ ক্যাটাগরির আওতায় এলে অতিরিক্ত আর্থিক অধিকার পেয়ে থাকে।
আরও পড়ুন : সময় লাগবে মাত্র আধঘন্টা! এবার আরও সহজ হল কেদারনাথ দর্শন, বড় পদক্ষেপ মোদী সরকারের
সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর না করে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগের অধিকারী হয়। ‘নবরত্ন’ খেতাব পাওয়ার ফলে ভারতীয় রেলের (Indian Railways) এই দুই সংস্থাকে ১০০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে নিতে হবে না সরকারের অনুমতি। এর ফলে পরিকাঠামো উন্নয়ন ও বাজারের অবস্থা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে এই দুই সংস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় রেলওয়ের জন্য টিকিট বুকিং, ক্যাটারিং এবং পর্যটন পরিষেবা প্রদান করার লক্ষ্যে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় আইআরসিটিসি। অন্যদিকে, রেলের পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় আইআরএফসি। এবার কেন্দ্রীয় সরকারের ‘নবরত্ন’ খেতাব পাওয়ায় ভারতীয় রেলের এই দুই সংস্থা আগামী দিনে পেতে চলেছে একাধিক বড় সম্ভাবনা।