মমতার গড়েই মমতাকে হারানোর ছক? আগে থেকেই পরিকল্পনা, বিরাট ঘোষণা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনের আগে এবছর বড় ইস্যু হতে চলেছে ভুতুড়ে ভোটার! সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকেই এই ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই তাঁর নির্দেশ মতো তাঁরই বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে এই ভুতুড়ে ভোটার চিহ্নিত করার অভিযান শুরু হয়েছে। দলনেত্রীর বিধানসভা কেন্দ্র থেকে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ শুরু করেছেন মেয়র ফিরহাদ হাকিম।

আসন্ন নির্বাচনের আগে কী বার্তা দিলেন বিরোধী নেতা (Suvendu Adhikari)?

এবার ওই বিধানসভা কেন্দ্র থেকেই দলের সক্রিয় নেতা ও কর্মীদের নিয়ে জরুরি বৈঠক শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নিজাম প্যালেসে তার দপ্তর থেকেই ওই বৈঠক সেরেছেন তিনি।

জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২৬ এর নির্বাচনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তাঁকে কড়া টক্কর দেওয়া যায় তা নিশ্চিত করতেই এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন্ন  বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন একথা ধরে নিয়েই এই কেন্দ্রের ভাবী বিজেপি প্রার্থী নির্বাচন করতে শুভেন্দু এবার ঘুঁটি সাজাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: যাদবপুর আবহে নিরাপত্তা বাড়ল ব্রাত্য বসুর! জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল নবান্ন

সূত্রের খবর বিজেপির আশঙ্কা এই ‘ভুয়ো’ ভোটার বাছাই ইস্যুতে, ‘ভুয়ো’ ভোটার বাছাই করে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নামে তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির ভোটারদের নামই তালিকা থেকে বাদ দিতে চাইছে! তাই, ইতিমধ্যেই তৃণমূলের ‘ভূত তাড়াও অভিযান’-এর উপর কড়া নজরদারি শুরু করেছে বিজেপি।

Suvendu Adhikari Mamata Banerjee

সূত্রের খবর,শুভেন্দু (Suvendu Adhikari) মনে করছেন, যদি আগামী নির্বাচনের আগেই ভবানীপুরের প্রতিটি বুথে দলের সংগঠন মজবুত করা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও এই কেন্দ্র থেকে কড়া টক্কর দেওয়া সম্ভব। জানা যাচ্ছে গত লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর