বারবার কেন এরম করছেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পর্ষদ, TET নিয়ে কী রায় এল?

বাংলা হান্ট ডেস্কঃ প্রাইমারি টেট (TET) সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। ২০১৪ বনাম ২০১৭ সালের টেট পাশ প্রার্থী ইস্যুতে রায় রিজার্ভ রাখল সর্বোচ্চ আদালত। সোমবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে রায় রিজার্ভ রাখা হয়েছে।

টেট সংক্রান্ত মামলায় যা হল-TET

আদালত সূত্রে খবর, শুনানিতে মামলার বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) তাদের অবস্থান পরিবর্তন করেছে। সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের সঙ্গে তারা সহমত। এর আগে অবশ্য পর্ষদ বলেছিল, এই প্রার্থীরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল। বলা হয়েছিল তার আগে যারা দু’ বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে, তারাই কেবলমাত্র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। প্রশিক্ষণহীন টেট পাশ প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। আগে পর্ষদ বলেছিল, এরা অংশ নিতে পারবে।

বারবার এভাবে অবস্থান বদল করায় আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে পর্ষদ। বিচারপতি মনোজ মিশ্র পর্ষদের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করে বলেন, কেন অবস্থান বদল করছে পর্ষদ? আইনজীবী জানান, এর কোনো উত্তর নেই। অবস্থান বদল হচ্ছে, এটাই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Supreme Court

আরও পড়ুন: সময় লাগবে মাত্র আধঘন্টা! এবার আরও সহজ হল কেদারনাথ দর্শন, বড় পদক্ষেপ মোদী সরকারের

এদিকে ২০১৪ সালে টেট পাশ কিন্তু সেই সময় ডিএলএড কোর্স অসম্পূর্ণ থাকা প্রার্থীদের আইনজীবীর আদালতে আর্জি, এখনও ২ হাজার ২৩২ শূন্যপদ রয়েছে। তাহলে কেন সেই আবেদনকারীদের চাকরি দেওয়া হবে না সেই প্রশ্ন তোলেন আইনজীবী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর