বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি (TRP) তালিকায় ‘ওলটপালট’ দেখা যাচ্ছে। তবে এই সপ্তাহ যেন সবকিছুকে ছাপিয়ে গেল! স্লটহারা হয়েছে একদা বেঙ্গল টপার ‘ফুলকি’ (Phulki)। সেই সঙ্গেই প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে স্টার জলসার অন্যতম টপার ধারাবাহিক ‘কথা’। টানটান গল্প দেখিয়ে এতদিন দর্শকদের আগ্রহ ধরে রাখলেও, এই সপ্তাহে সোজা ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে এই সিরিয়াল।
টিআরপি তালিকায় বাজিমাত করল কোন সিরিয়াল (Bengali Serial)?
বিগত প্রায় দু’মাস ধরে বেঙ্গল টপার হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta)। এই সপ্তাহেও ব্যতিক্রম হল না। সবাইকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে এই সিরিয়াল। এই নিয়ে একটানা আটবার বেঙ্গল টপার হল ‘পরিণীতা’ (৭.৬)। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই সবচেয়ে পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র (৭.০) নাম (Jagaddhatri)। জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মেয়ে দুর্গার কাহিনী শুরু হতেই ফের বেড়েছে এই সিরিয়ালের নম্বর।
আরও পড়ুনঃ মাত্র দু’সপ্তাহ সময়! রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মামলায় ‘ডেডলাইন’ বেঁধে দিল হাইকোর্ট! জোর শোরগোল
যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘ফুলকি’ ও ‘রাঙামতী তীরন্দাজ’। দুই সিরিয়ালেরই (Bengali Serial) প্রাপ্ত পয়েন্ট ৬.৬। অর্থাৎ স্লটহারা হয়েছে আরও একটি টপার সিরিয়াল। চার নম্বরে শ্বেতা-রণজয়ের ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৫)। অন্যদিকে পাঁচে রয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’র (৬.২) নাম।
টিআরপি তালিকার সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- পরিণীতা (৭.৬)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয়- রাঙামতী তীরন্দাজ/ ফুলকি (৬.৬)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৬.৫)
পঞ্চম- গীতা এলএলবি (৬.২)
ষষ্ঠ- উড়ান/ কথা (৫.৯)
সপ্তম- মিত্তির বাড়ি (৫.৫)
অষ্টম- গৃহপ্রবেশ (৫.৩)
নবম- আনন্দী (৫.২)
দশম- চিরসখা (৫.১)
এই সপ্তাহের টিআরপি তালিকার প্রথম পাঁচে স্টার জলসার মাত্র দু’টি সিরিয়াল রয়েছে, ‘রাঙামতী তীরন্দাজ’ এবং ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। অন্যদিকে জি বাংলার চারটি ধারাবাহিক স্থান করে নিয়েছে। ‘পরিণীতা’, ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’র পাশাপাশি ‘কোন গোপনে মন ভেসেছে’র নামও রয়েছে সেই তালিকায়।
এদিকে শেষের দিকে এসে স্লটলিডার হল ‘নিম ফুলের মধু’। ৪.১ রেটিং নিয়ে পিছনে ফেলে দিয়েছে জলসার মেগা (Bengali Serial) ‘তেঁতুলপাতা’কে। অন্যদিকে মাত্র ২.৯ রেটিং নিয়ে সফর শেষ করল ‘মালাবদল’। এবার থেকে এই স্লটে দেখা যাবে ‘মিঠিঝোরা’।