বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা। শিক্ষক থেকে শুরু করে রাজ্যের পুরসভায় নিয়োগে (Municipality Recruitment) দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে গ্রেফতার হয়েছেন অয়ন শীল সহ একাধিক। এই আবহে এবার নিয়োগ নিয়ে কড়া ফরমান নবান্নের (Government of West Bengal)। জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি।
নিয়োগ নিয়ে রাজ্যের (Government of West Bengal) কড়াকড়ি!
দিন তিনেক আগে শিল্প বৈঠকে পশ্চিমবঙ্গের পুরসভাগুলিতে নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানান, বহু পুরসভা নিজেদের মর্জি মতো কর্মী নিয়োগ করছে। যা আগামী দিনে রাজ্য সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে কোনও ভাবেই নিয়োগ করা যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়ার পরেই রাজ্যের পুরসভাগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এরপর পুর দফতরের তরফ থেকে গত ৩ মার্চ বিজ্ঞপ্তি জারি করা হয় (Government of West Bengal)। সেখানে উল্লেখ করা হয়েছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কাছে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে মিউনিসিপ্যাল কমিশনের কাছে।
আরও পড়ুনঃ অক্সফোর্ড থেকে আমন্ত্রণ! একুশেই লন্ডন যাচ্ছেন মমতা! কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর?
রাজ্যের পুরসভাগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে আর ইচ্ছে মতো কর্মী নিয়োগ করা যাবে না। কর্মীর দরকার হলে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রয়েছে। তাদের মাধ্যমেই কর্মচারী নিয়োগ করতে হবে। জানা যাচ্ছে, নবান্নের (Nabanna) কাছে অভিযোগ আসে, একাধিক পুরসভা নিজেদের ইচ্ছে অনুযায়ী কর্মী নিয়োগ করছে। সেই কারণে এবার নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি করতে চাইছে সরকার।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government of West Bengal) রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আইন আনা হয়। ২০১৯ সাল থেকে রাজ্যজুড়ে ওই আইন কার্যকর হয়। সেই সঙ্গেই তৈরি হয় রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। বাংলার সকল পুরসভার নিয়োগকে কেন্দ্রীভূত করতেই সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার এই আইন যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, কার্যত সেই নির্দেশ দিয়ে দেওয়া হল। এবার থেকে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের পুরসভাগুলি এই ফরমান মেনে চলবে বলে আশা করছে নবান্ন।