বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের ইতিহাসে জি বাংলার সফর দীর্ঘদিনের। বছরের পর বছর ধরে বহু জনপ্রিয় সিরিয়াল (Serial) উপহার দিয়েছে এই চ্যানেল। এ বছরের শুরু থেকেই একগুচ্ছ নতুন ধারাবাহিক আনার কথা জানিয়েছে জি বাংলা। এক একটি সিরিয়ালের (Serial) গল্প এক এক রকম। প্রোমোতেই আগ্রহ বাড়িয়ে দিচ্ছে ধারাবাহিকগুলি।
নতুন সিরিয়ালের (Serial) প্রোমোতে এল বড় চমক
একসঙ্গে তিনটি সিরিয়াল (Serial) শুরু করে কার্যত রেকর্ড গড়ছে জি বাংলা। ইতিমধ্যেই দুগ্গামণি ও বাঘমামা শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই একসঙ্গে দুটি ধারাবাহিক (Serial) শুরু হবে। এর মধ্যে ‘তুই আমার হিরো’ সিরিয়ালটি (Serial) প্রোমোতেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে। সুপারস্টার নায়ক আর ছিমছাম নায়িকার লাভস্টোরি প্রথম প্রোমোতেই আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় প্রোমোতে বিরাট চমক নিয়ে হাজির হল চ্যানেল।
দেবকে দেখা গেল প্রোমোতে: আগামী ১০ ই মার্চ থেকে সন্ধ্যা ছটায় শুরু হতে চলেছে তুই আমার হিরো (Serial)। সম্প্রতি জি বাংলায় প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের আরেকটি নতুন প্রোমো। আর সেখানেই জব্বর চমক। প্রোমো শুরুই হয় দেবকে নিয়ে। নিজের কেরিয়ারের উত্থান, পতন, সাফল্য, ব্যর্থতা নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে। হার না মানা মনোভাব নিয়েও বলেন দেব। তবে কি এবার সিরিয়ালে (Serial) পা রাখছেন ‘মহানায়ক’?
আরো পড়ুন : মৃত্যু দেখিয়েই শেষ গল্প! অন্তিম লগ্নে বড় “ধাক্কা” জি বাংলার জনপ্রিয় মেগায়
কারা থাকছেন সিরিয়ালে: না, কারণ এরপরেই প্রোমোতে দেবকে বলতে শোনা যায়, ‘শাক্যজিৎ’ এর গল্পটা একেবারেই তাঁর মতো। সুপারস্টার হলেও সে আগেকার জীবনটাকে মিস করে। সিরিয়ালে (Serial) সুপারস্টার শাক্যজিতের ভূমিকায় দেখা যাবে রুবেল দাসকে। আর হিরোর সঙ্গে হিরোইন না থাকলে হয়? সেই হিরোইন হল আরশি ওরফে অভিনেত্রী মোহনা মাইতি।
আরো পড়ুন : “বিদায়…”, স্লট বদলেও “নড়বড়ে” TRP, সিরিয়াল ছাড়লেন খোদ নায়ক
নতুন সিরিয়ালের প্রচারে দেবের মতো সুপারস্টারকে নিয়ে এসে জি বাংলা যত বড়সড় চমক দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রোমো জমজমাট হলেও গল্পটা কতটা দর্শক টানতে পারে সেটাই দেখার অপেক্ষা।