বাংলা হান্ট ডেস্কঃ ওড়িশা হাইকোর্টের (Orissa High Court) প্রধান বিচারপতির পদ গত ১৯ জানুয়ারি থেকে ফাঁকা। সেদিনই অবসর গ্রহণ করেছেন চক্রধারী শরণ সিং। এবার সেই শূন্যপদ পূরণে উদ্যোগী সুপ্রিম কোর্ট কলেজিয়াম (Supreme Court Collegium)। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এক দুঁদে জাস্টিসকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে সেই বিচারপতির নাম।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কোন বিচারপতিকে নিয়োগের সুপারিশ করা হয়েছে?
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কলেজিয়ামের তরফ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে ফাঁকা রয়েছে ওই পদ। এবার সেখানেই হরিশ ট্যান্ডনকে নিয়োগ করার সুপারিশ করল কলেজিয়াম।
সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে বলা হয়েছে, ‘২০১০ সালের ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি হরিশ ট্যান্ডন। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত রয়েছেন। প্রধান বিচারপতি সহ সর্বভারতীয় হাইকোর্টের বিচারকদের জ্যেষ্ঠতার তালিকায় বিচারপতি হরিশ ট্যান্ডনের স্থান সপ্তমে’।
আরও পড়ুনঃ সাদা খাতা জমা দিয়েই জুটেছে চাকরি! নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য! আরও বিপাকে কালীঘাটের কাকু?
কলেজিয়ামের সুপারিশে জাস্টিস ট্যান্ডনকে (Justice Harish Tandon) কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘হাইকোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতির আগে উনি কলকাতা হাইকোর্টে দেওয়ানি বিষয়ক মামলার আইনজীবী ছিলেন। ন্যায়বিচার প্রদানে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন যোগ্য বিচারপতি হিসেবে বিবেচিত ও আরও উঁচু পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সততা ও আচরণের অধিকারী’।
ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনকে নিয়োগের সুপারিশের পাশাপাশি সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশও করা হয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম তাঁর নিয়োগে শিলমোহর দিয়েছে। ভবিষ্যতে এদেশের প্রধান বিচারপতির আসনেও বসতে পারেন জাস্টিস বাগচী।