মাত্র ৪ দিনেই দর্শকদের প্রিয়, TRP-র খেলাই ঘুরিয়ে দেবে জি বাংলার এই মেগা!

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial) এনে জব্বর চমক দিয়েছে জি বাংলা। প্রতিটি চ্যানেলেই সিরিয়ালের আসা যাওয়ার পর্ব চলতে থাকে। কিন্তু পরপর তিনটি নতুন সিরিয়াল (Serial) এনে টিআরপির লড়াইয়ে জি বাংলা যে বেশ খানিকটা এগিয়ে থাকল তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই একটি সিরিয়াল (Serial) শুরু হয়েছে চ্যানেলে। আরো দুটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।

টিআরপি তালিকায় বদল আনবে নতুন সিরিয়াল (Serial)

এমনিতে সাপ্তাহিক টিআরপি লিস্টে জি বাংলা মজবুত স্থান দখল করে রেখেছে। প্রতিপক্ষ চ্যানেলের সিরিয়ালগুলির (Serial) তুলনায় জি বাংলা ভালোর মেগাগুলি বেশি দর্শক টানছে। তার প্রমাণ উঠে আসছে টিআরপি তালিকাতেই। নতুন ধারাবাহিকগুলির হাত ধরে টিআরপি লিস্টে আরো বদল আসবে বলেই মনে করছেন দর্শকরা।

Audience are impressed by this zee bangla serial

শুরু হয়েছে দুগ্গামণি: ইতিমধ্যেই জি বাংলায় যে সিরিয়ালটি (Serial) শুরু হয়েছে তা হল ‘দুগ্গামণি ও বাঘমামা’। গল্প অনুযায়ী, অনাথাশ্রমে বড় হওয়া দুগ্গামণিকে বিক্রি করে দেওয়ার প্ল্যান বানায় তার ‘বড়মাসি’। কিন্তু মাঝরাস্তায় আলাদা হয়ে যায় দুগ্গামণি। ভাগ্যের ফেরে সে চলে আসে মানালির কাছে। এদিকে দেখা যাচ্ছে, মানালিও জন্মের পরেই তার মেয়েকে হারিয়ে ফেলেছে। তবে কি দুগ্গামণিই (Serial) মানালির সেই হারিয়ে যাওয়া মেয়ে?

আরো পড়ুন : TRP-তে জি বাংলারই রমরমা, এই একটি “ভুল”এই সর্বনাশ ডেকে আনল স্টার জলসা!

কী চলছে গল্পে: গল্প যেদিকে এগোচ্ছে তাতে অনেকে এমনটাই মনে করছেন। সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন মানালি। তাঁর কথায়, দুগ্গামণি (Serial) আর তাঁর যে রসায়ন দেখা যাচ্ছে তা নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে। দর্শক মহলেও উৎসাহ তৈরি হয়েছে। অনেকে ভাবছেন, তিনিই দুগ্গামণির হারিয়ে যাওয়া মা। কেউ আবার অন্য কিছু ভাবছেন। তবে তাঁদের সম্পর্কটা এখনো ধোঁয়াশা রাখা হয়েছে। আগামীতে কী ঘটবে তা জানতে দেখতেই হবে সিরিয়ালটি (Serial)।

আরো পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এর সাজেশন নিয়ে H.S. পরীক্ষা! পড়ুয়া বললেন, “ফেলও করতে পারি”

বাস্তবেও নাকি রাধিকার সঙ্গে দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে মানালির। মাত্র চার দিনেই সিরিয়ালটি যেভাবে সাড়া পেয়েছে দর্শকদের, টিআরপি তালিকায় এটি ভালো চাপ ফেলতে পারে বলেই আশা করা যাচ্ছে। জি বাংলার পজিশন আরো মজবুত করতে পারে এই ধারাবাহিক।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর