দোলের আগেই খুশির খবর! সরকারি কর্মীদের DA নিয়ে বড় আপডেট 

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) অর্থাৎ ডিএ বাড়তে চলেছে। যা নিয়ে এই মুহূর্তে প্রত্যেক সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সকলেই এখন ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দোলের সময় সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে দোলের আগেই সরকারি কর্মচারী এবং পেনশনভীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ ভাতা বাড়াতে পারে। সত্যিই এই ঘোষণা  করা হলে উপকৃত হতে পারেন দেশের মোট ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী।  এই আবহে প্রশ্ন উঠছেন কত টাকা বাড়বে ডিএ এবং ডিআর।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর

সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হয়। আগামী সপ্তাহে হোলির আগে যদি মহার্ঘভাতা বৃদ্ধি করা হয় তাহলে তা জানুয়ারি থেকে কার্যকর হবে  এমনটা মাঝে মধ্যেই দেখা যায় যে মার্চ মাসে হোলির আশেপাশের সময়েই মহার্ঘভাতা এবং মহার্ঘ্য ত্রাণ ভাতা বৃদ্ধি করা হয়। যার ফলে উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের খুশি আরো দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে জুলাই মাসে ভাড়া বৃদ্ধির ঘোষণা সাধারণত প্রত্যেক বছর অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলীর কাছাকাছি সময় করা হয়।

আরও পড়ুন: বড় খবর: উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট কবে? দিনক্ষণ জানালেন সংসদ সভাপতি

৫ মার্চ ২০২৫ তারিখে নয়া দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়নি। এর আগে শেষবারের মতো ডিএ বৃদ্ধি করা হয়েছিল ২০২৪  সালের জুলাই মাসে। তখন তা ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ করা হয়। এই ঘোষণাটি গত বছর হোলির কদিন আগে ২৫ মার্চ ২০২৪ তারিখে করা হয়েছিল।

dearness allowance da

কত বাড়তে পারে DA?

জানা যাচ্ছে, গত বছর ২০২৪ সালের ডিসেম্বরের AICPI-IW তথ্য অনুসারে, এবার মহার্ঘ্য ভাতা ২% বৃদ্ধির পেতে পারে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত ২০২৫ সালের জানুয়ারি মাসে, অষ্টম বেতন কমিশন চালু করার কথা  ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে জানা যাচ্ছে আগামী বছরের মধ্যে এই নতুন কমিশন বাস্তবায়িত হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর