বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় বর্তমানে চলছে টানটান উত্তেজনা। নতুন নতুন সিরিয়াল (Serial) যেমন শুরু হচ্ছে, তেমনি বিদায় জানিয়ে ইতি টানা হচ্ছে পুরনো ধারাবাহিকে। বর্তমানে বেশ কিছু সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। মূলত যে সিরিয়ালগুলির (Serial) টিআরপি একেবারেই কম সেই ধারাবাহিকগুলি নিয়েই কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
জি বাংলায় (Serial) পরপর বদল
বর্তমানে কয়েকটি নন প্রাইম স্লটের সিরিয়াল (Serial) পিছিয়ে রয়েছে টিআরপি তালিকায়। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের থেকে লাগাতার কয়েক সপ্তাহ ধরে পিছিয়ে রয়েছে এই মেগা গুলি। এমন দু তিনটি সিরিয়াল (Serial) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। নিম ফুলের মধু এবং মালাবদল যেমন শেষ হয়েছে, অন্যদিকে মিঠিঝোরা এবং আনন্দীর স্লট বদল হয়েছে।
বদলে গিয়েছে স্লট: সদ্য জানা গিয়েছে, আনন্দী সময় বদলে সন্ধ্যা সাড়ে ছটার থেকে বিকেল সাড়ে পাঁচটায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ওই সময়ে দেখা যাচ্ছে ‘অমর সঙ্গী’। তবে কি এই সিরিয়ালটাই (Serial) শেষ হয়ে যাবে? উঠেছিল প্রশ্ন। আসলে এর আগে একাধিক বার স্লট বদল হয়েছে অমর সঙ্গীর। দুপুরের স্লটে টিআরপি না ওঠায় বিকেলে আনা হয়েছিল ধারাবাহিকটিকে (Serial)। কিন্তু তাতেও লাভ হল না।
আরো পড়ুন : মাত্র ৪ দিনেই দর্শকদের প্রিয়, TRP-র খেলাই ঘুরিয়ে দেবে জি বাংলার এই মেগা!
এই মেগা নিয়ে বড় সিদ্ধান্ত: তবে এবারেও শেষ হচ্ছে না অমর সঙ্গী। সম্প্রতি সবার সব হিসেব উলটে দিয়ে জি বাংলার তরফে সামনে আনা হয়েছে এই সিরিয়ালের (Serial) নতুন টাইম স্লট। আবারো বিকেল থেকে দুপুরের স্লটে ফেরত পাঠানো হয়েছে এই ধারাবাহিককে। আগামী ১০ ই মার্চ থেকে দুপুর তিনটের স্লটে দেখা যাবে অমর সঙ্গী।
আরো পড়ুন : বদলে গেল সব অনুমান! চাঁদের পৃষ্ঠের নিচেই লুকিয়ে “প্রাণ”-এর স্পন্দন? কী জানাল চন্দ্রযান-৩?
প্রসঙ্গত, অমর সঙ্গী সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলীকে। গত অগাস্ট মাসে পথচলা শুরু করেছিল সিরিয়ালটি। কিন্তু এতগুলো মাসেও টিআরপিতে কোনো হেরফের হয়নি এই ধারাবাহিকের। বরাবরই তলানিতেই থেকেছে টিআরপি। এবার ফের স্লট বদল হওয়ায় নম্বরে কোনো পরিবর্তন হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।