সহজ হবেনা লড়াই! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই ৩ টি ভুল করলেই বিপদে পড়বে ভারত

বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির হাড্ডাহাড্ডি লড়াই এবার শেষ পর্বে পৌঁছেছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড এবং ভারত (Team India)। এমতাবস্থায়, আগামী ৯ মার্চ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চূড়ান্ত ম্যাচটি সম্পন্ন হবে। ইতিমধ্যেই এই ম্যাচের প্রস্তুতির জন্য ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া।

এই ৩ টি ভুল করলেই বিপদে পড়বে ভারত (Team India):

এদিকে, আর মাত্র একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে সক্ষম হবে রোহিত বাহিনী। তাই, ওই ম্যাচে স্বাভাবিকভাবেই কোনওরকম ভুল করতে চাইবে না। এমন পরিস্থিতিতে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই ৩ টি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি সম্পর্কে ভারতকে অবশ্যই সচেতন হতে হবে। নাহলে ফাইনাল ম্যাচে তারা পড়তে পারে বড় বিপদে।

Team India Champions Trophy update.

১. ব্যাটারদের অত্যন্ত ধীর গতিতে খেলা: প্রসঙ্গত উল্লেখ্য যে, ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটারদের অ্যাটাকিং মাইন্ডসেটের সাথে খেলতে হবে। দল আগে ব্যাট করলে বা পরে ব্যাট করুক, প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেক ব্যাটারকে আক্রমণাত্মক খেলতে হবে। যাতে কিউই বোলাররা বেশি চাপ তৈরি করতে না পারে। তবে, যদি খুব বেশি ডিফেন্সিভ অ্যাপ্রোচ অবলম্বন করা হয় সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের মতো পরিস্থিতি ঘটতে পারে। এই কারণে ভারতীয় দলকে সবসময় আক্রমণ চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে চলছে গভীর ষড়যন্ত্র? বাংলাদেশ-পাকিস্তানের ক্রমবর্ধমান বন্ধুত্বে ক্রমশ বাড়ছে উদ্বেগ

২. প্লেয়িং ইলেভেনে পরিবর্তন নয়: এখন ভারতীয় দলের (Team India) প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন করা উচিত নয়। অর্থাৎ এখনও পর্যন্ত যাঁরা সুযোগ পেয়েছেন শুধু তাঁদেরই খেলানো উচিত। তাই, প্লেয়িং ইলেভেনে ঋষভ পন্থ ও অর্শদীপ সিং-এর মতো খেলোয়াড়রাও হয়তো অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই খেলোয়াড়দের এখনও একটি ম্যাচেও খেলানো হয়নি। তাই, তাঁদের সরাসরি ফাইনালের মঞ্চে খেলানো হবে না বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details

৩. ডিফেন্সিভ ফিল্ড সেট: এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে অত্যন্ত আক্রমণাত্মক হতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁকে শুধু ব্যাটিংয়েই আক্রমণাত্মক হলে হবে না, অন্যদিকে ফিল্ডিংয়ের সময়ও এই বিষয়টি বজায় রাখতে হবে। রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে দল আক্রমণাত্মকভাবে না খেললে, ওই খেলোয়াড়দের শীঘ্রই আউট করা যাবে না। এর পাশাপাশি, তাঁদের সহজেই সিঙ্গেল দেওয়া হবে না। এছাড়া, সামগ্রিক ম্যাচ জুড়ে লাগাতার চাপও বজায় রাখতে হবে ভারতকে (Team India)।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর