বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh-India) সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা নিয়ে বারেবারে সরব হয়েছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেভাবে ওপার বাংলায় আক্রমণের মুখে পড়েছেন হিন্দুরা, তার কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। আর এবার ফের বাংলাদেশের (Bangladesh-India) অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠাল ভারতের বিদেশ মন্ত্রক। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসকে দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশে (Bangladesh-India) সংখ্যালঘু নির্যাতন নিয়ে বার্তা ভারতের
শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে রণধীর জয়সওয়াল বাংলাদেশের (Bangladesh-India) প্রসঙ্গ তোলেন। ওদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে তিনি স্পষ্টই বলেন, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের (Bangladesh-India) অন্তর্বর্তী সরকারের, একথা নয়াদিল্লি বারবার উল্লেখ করেছে। পাশাপাশি সংখ্যালঘুদের সম্পত্তি এবং ধর্মীয় স্থান রক্ষার দায়ও অন্তর্বর্তী সরকারের। এ বিষয়ে আরো একবার জোর দিয়ে তিনি বলেন, ২০২৪ এর ৫ ই অগাস্ট থেকে চলতি বছরের ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৩৭৪ টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে বাংলাদেশের (Bangladesh-India) পুলিশ মাত্র ১২৫৪ টি ঘটনার তদন্ত করছে।
কী বললেন রণধীর জয়সওয়াল: বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরো বলেন, হিংসা, খুনের মতো ঘটনাগুলিকে রাজনৈতিক রঙ না লাগিয়ে যথাযথভাবে তদন্ত করতে হবে। পাশাপাশি বাংলাদেশে (Bangladesh-India) নির্বাচনের বিষয়ের উপরেও জোর দেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের পক্ষে। বর্তমানে বিভিন্ন সমস্যার সমাধান করতে এবং গণতন্ত্র রক্ষা করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। চরমপন্থীরা যেভাবে মুক্তি পাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।’।
আরো পড়ুন : হচ্ছে না বন্ধ, ধুঁকতে থাকা মেগার ফের স্লট বদল! শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দিল জি বাংলা
বাংলাদেশে ছাড়া পাচ্ছে জঙ্গিরা: হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের (Bangladesh-India) জেল থেকে ছাড়া পেয়েছে আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রহমানি। আর ছাড়া পেয়েই ভারতে নাশকতার ছক কষতে শুরু করে দিয়েছে এবিটি প্রধান। ইউনূস সরকারের শাসনকালেই বাংলাদেশের আইনশৃঙ্খলার এমন অবনতির দিকে পরোক্ষে কটাক্ষ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
আরো পড়ুন : বাংলাদেশ বা পাকিস্তান নয়! ভারতের এই প্রতিবেশী দেশে মন্দির নিষিদ্ধ, পুজোপাঠ করলেই হবে জেল
জানিয়ে রাখি, কিছুদিন আগেই বাংলাদেশ (Bangladesh-India) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের পেশ করা একটি রিপোর্টে প্রকাশ করা হাড়হিম করা তথ্য। ওই রিপোর্ট অনুযায়ী, মাত্র পাঁচ মাসেই বাংলাদেশে খুন হয়েছেন ৩২ জন হিন্দু। ধর্ষণ এবং গণধর্ষণের শিকার হয়েছেন ১৩ জন সংখ্যালঘু মহিলা। নয় নয় করে ১৩৩ টি মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরেও অদ্ভূত ভাবে নির্বিকার ইউনূস। বরং সমস্ত কিছু স্রেফ অস্বীকার করে তিনি দাবি করেছেন, অতীতের যে কোনও সময়ের তুলনায় বাংলাদেশ (Bangladesh-India) নাকি এখন বেশি সৃজনশীল। আর তাঁর এমন মন্তব্যের আবহেই এবার ফের ঢাকার উপরে চাপ বাড়াল নয়াদিল্লি।