জমে গেল খেলা! ভারতের জন্যে এবার বিশেষ প্রস্তাব দিল খোদ রাশিয়া, অবাক গোটা বিশ্ব

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাশিয়া (Russia-India) এখনও S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের শেষ ২ টি স্কোয়াড্রন ভারতীয় বায়ুসেনার কাছে হস্তান্তর করতে না পারলেও তারা এবার প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হল বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। তাই প্রশ্ন উঠেছে যে, কেন রাশিয়া তার প্রিমিয়াম প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি ভারতকে দিতে প্রস্তুত? পাশাপাশি এটাও সবাই জানতে চাইছেন যে, পুতিন কি Su-57 স্টিলথ ফাইটার জেটের হয়ে খেলছেন না? এমতাবস্থায়, ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের রিপোর্টে দাবি করা হয়েছে যে, রাশিয়া আগ্রহের সাথে ভারতকে S-400 প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিচ্ছে। এই অফারটির পেছনে উদ্দেশ্য হল ইনভেন্টরি বৃদ্ধির লক্ষ্যে ভারতকে স্থানীয়ভাবে S-400 উপাদান তৈরি করতে সক্ষম করা।

ভারতের উদ্দেশ্যে বড় প্রস্তাব রাশিয়ার (Russia-India):

জানিয়ে রাখি যে, ২৯১৮ সালে, ভারত রাশিয়ার (Russia-India) সাথে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ৫.৪৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে ভারতকে ৫ টি S-400 স্কোয়াড্রন হস্তান্তর করতে চলেছে রাশিয়া। এদিকে, রাশিয়া এখনও পর্যন্ত ভারতকে ৩ টি S-400 স্কোয়াড্রন হস্তান্তর করেছে। কিন্তু ইউক্রেনে যুদ্ধের কারণে ভারত এখনও ২ টি স্কোয়াড্রন পায়নি। রাশিয়ার কাছ থেকে পাওয়া ৩ টি স্কোয়াড্রন উত্তর ও পূর্বাঞ্চলে মোতায়েন করেছে ভারত। বিশেষ করে চিনের আগ্রাসন রুখতে ভারত এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

Russia-India relation recent update.

রাশিয়া কেন পরিকল্পনা বদল করছে: আসলে, প্রতিরক্ষা চুক্তির সময়েই সাধারণত প্রযুক্তি হস্তান্তরের কথা বলা হয়। কিন্তু তথ্য অনুযায়ী, S-400 সংক্রান্ত চুক্তি যখন ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তখন প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনও আলোচনা হয়নি। কিন্তু এখন হঠাৎ করেই রাশিয়ার মন পরিবর্তন হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া ভারতকে প্রতিরক্ষা স্বনির্ভরতা বৃদ্ধির প্রচেষ্টায় সাহায্য করতে চায় এবং সেই কারণেই তারা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব করেছে। তবে এমন নয় যে রাশিয়া এখনও ভারতের (Russia-India) কাছে প্রযুক্তি হস্তান্তর করেনি।

আরও পড়ুন: সহজ হবেনা লড়াই! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই ৩ টি ভুল করলেই বিপদে পড়বে ভারত

ইতিমধ্যেই রাশিয়া ভারতে (Russia-India) একাধিক বিধ্বংসী অস্ত্র তৈরির চুক্তি করেছে। যার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তিও রয়েছে। কিন্তু বর্তমানে প্রশ্ন হচ্ছে রাশিয়া Su-57 স্টিলথ ফাইটার জেট বিক্রির জন্য এটা করছে কিনা? এমতাবস্থায়, যদি ভারতে S-400 প্রতিরক্ষা ব্যবস্থার উপাদান তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়, তবে এটি অবশ্যই প্রতিরক্ষা সেক্টরে ভারতের স্বনির্ভরতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে।

আরও পড়ুন: NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details

শুধু তাই নয়, প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভারতে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির জন্য একটি অ্যাসেম্বলি লাইন তৈরি করা যেতে পারে। এছাড়াও, যন্ত্রাংশের নিরবচ্ছিন্ন সরবরাহও ভারতীয় বায়ুসেনার জন্য একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হবে। তবে, টেকনোলজি আবজর্পশান, সাপ্লাই চেনের স্থানীয়করণসহ আরও বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এছাড়া, রাশিয়ার (Russia-India) বিরুদ্ধে পশ্চিমী দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞাও দুই দেশের মধ্যে এই চুক্তিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর