বাংলা হান্ট ডেস্কঃ একটা বয়সের পর প্রত্যেক মানুষেরই কর্মক্ষমতা কমে আসে। এদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় নানান শারীরিক সমস্যা। বাড়তে থাকে খরচ। সেই সময় যদি পেনশন (Pension) থাকে তাহলে অনেকটা সুরাহা হয়। সেই টাকা দিয়ে আর্থিক প্রয়োজন মিটিয়ে নেওয়া যায়। দেশবাসীর জন্য মাসিক পেনশন সংক্রান্ত এমনই একটি প্রকল্প (Government Scheme) চালু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এর ফলে সুরাহা হয়েছে বহু মানুষের।
মাত্র ৫৫ টাকা বিনিয়োগেই মিলবে মাসিক পেনশন (Government Scheme)!
তেরো থেকে শুরু করে তিরাশি, প্রায় সব বয়সের মানুষের জন্যই কোনও না কোনও প্রকল্প চালু করেছে সরকার। কেন্দ্রের এমনই একটি স্কিমের নাম হল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই প্রকল্পে নামমাত্র বিনিয়োগ করে পাওয়া যায় মাসিক পেনশন। সরকারি, বেসরকারি কোনও চাকরি না করেই কেন্দ্রের এই স্কিমের সুবিধা পেতে পারে দেশবাসী।
এক্ষেত্রে বলে রাখি, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM-SYM) অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। রাস্তার বিক্রেতা, মুচি, কুলি, গৃহকর্মী, ছেঁড়া কাপড় কুড়নোর কর্মী, রিকশা চালক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, বিড়ি শ্রমিক, চামড়া শ্রমিক, তাঁত শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সেই সঙ্গেই EPFO, NPS, ESIP-এর অধীন নন এমন ব্যক্তিও চাইলে এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে আবেদনকারীর মাসিক আয় ১৫,০০০ টাকা কিংবা তার কম হতে হবে।
আরও পড়ুনঃ একের পর এক ভুয়ো নিয়োগপত্র! সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে যা হচ্ছে… ফাঁস হতেই তোলপাড়!
কেন্দ্রের এই প্রকল্পে (Government Scheme) ১৮ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন। এরপর বিনিয়োগকারীর ৬০ বছর বয়স হলে মাসিক ৩০০০ টাকা অবধি পেনশন পাওয়া যেতে পারে। বিনিয়োগকারীর মৃত্যু হলে তাঁর স্বামী অথবা স্ত্রী পেনশনের ৫০% টাকা পাবেন। এই স্কিমে সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে অন্য কাউকে মনোনীত করার অনুমতি দেওয়া হয়।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় (Central Government Scheme) একটি নির্দিষ্ট সময় অবধি মাসিক ৫৫ টাকা করে বিনিয়োগ করলেই ৬০ বছর বয়স হওয়ার পর প্রত্যেক মাসে পেনশনের সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে ইচ্ছুক ব্যক্তির আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, অ্যাটেস্টেড ফর্ম লাগবে। সেই সঙ্গেই অটো ডেবিট সুবিধার জন্য একটি সম্মতিপত্রে সই করতে হবে। যার মাধ্যমে নিজে থেকে আপনার মাসিক বিনিয়োগের অর্থ কেটে নেওয়া হবে।
এই প্রকল্পে (Government Scheme) বিনিয়োগকারী নিজের সুবিধা অনুযায়ী ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক কিংবা বার্ষিকভাবে টাকা বিনিয়োগ করতে পারেন। তবে প্রথম অর্থ প্রদান একটি সাধারণ পরিষেবা কেন্দ্রে গিয়ে নগদে করতে হবে। বৃদ্ধ বয়সে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মাসিক পেনশন সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের এটি একটি দুর্দান্ত উদ্যোগ। এর স্কিমের ফলে সুরাহা হয়েছে বহু মানুষের।