বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই রয়েছেন যারা স্বাধীনভাবে ব্যবসা করে সুরক্ষিত করতে চাইছেন নিজেদের ভবিষ্যৎ। তবে ব্যবসা (Business) শুরুর কথা মাথায় আসলেই অনেকেই মূলধনের বিষয়টি চিন্তা করে পিছিয়ে আসেন। তবে আমাদের নিত্যদিনে ব্যবহৃত এমন অনেক কিছু পণ্য রয়েছে যার ব্যবসা শুরু করতে খুব একটা পুঁজির দরকার হয় না।
ব্যবসা (Business) করেই বাজিমাত
আপনারাও চাইলে খুব সহজেই সামান্য টাকার বিনিময়ে শুরু করতে পারেন এই ব্যবসা (Business)। কোচবিহারের সীমান্ত লাগোয়া দিনহাটা গ্রামের বাসিন্দারা বিগত বেশ কিছু সময় ধরে যুক্ত রয়েছেন শুকনো পাতা বিক্রির কারবারে। এবার আপনাদের মনে হতেই পারে এমন কোন গাছের পাতা রয়েছে যা বিক্রি করে মুনাফা লাভ করা যায় এত সহজে? প্রত্যেকটি বাড়ির রান্নাঘরে অতি সুপরিচিত একটি বস্তু হল তেজপাতা (Bay leaf)।
আরও পড়ুন : সামনেই উঠবে DA মামলা! এরই মধ্যে বড় তথ্য দিলেন রাজ্য সরকারি কর্মীদের নেতা, কী জানা যাচ্ছে?
বিভিন্ন রান্নায় তেজপাতার ব্যবহার বাঙালি বাড়িতে খুবই কমন। দিনহাটা অঞ্চলের অনেক ব্যক্তি আজকাল তেজপাতা বিক্রি করেই লাভ করছেন মোটা অংকের মুনাফা। বিভিন্ন এলাকা থেকে প্রথমে তেজপাতা সংগ্রহ, তারপর প্রতি কুইন্টাল হিসাবে সেই তেজপাতা বিক্রি করেই লাভের মুখ দেখছেন অনেকে। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তেজপাতা ব্যবসায়ী ওসমান মিঞা জানিয়েছেন, তেজপাতা প্রত্যেকটি রান্নাঘরেই সুপরিচিত।
আরও পড়ুন : বাড়ছে যুদ্ধের ভয়! তলে তলে চলছে চিন-পাকিস্তানের সেটিং! এই মুহূর্তে ঠিক কতটা চাপে আছে ভারত?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, তেজপাতা বিক্রয়কারীরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গাছের ডাল কেটে নিয়ে আসেন। ডাল থেকে পাতা আলাদা করে বস্তাবন্দি করে বিক্রি করেন মহাজনের কাছে। অন্যান্য ব্যবসার থেকে এই ব্যবসায় সময় একটু বেশি লাগে। তবে একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে চিন্তা নেই। এই ব্যবসায়ী আরও জানিয়েছেন, বিভিন্ন এলাকায় টোটো নিয়ে ঘুরে ৩০০-৪০০ টাকার বিনিময়ে এক একটি গাছ কেনা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গাছের ডাল থেকে পাতা আলাদা করে তিন দিন রোদে শুকানো হয়। এরপর সেই পাতা বস্তাবন্দি করে বিক্রি করা হয় মহাজনের কাছে। আজকাল অনেকেই তেজপাতার ব্যবসা করে অর্জন করছেন মোটা মুনাফা। প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই তেজপাতার চাহিদা থাকে গোটা বছর। শুরুর দিকে খুব একটা লাভ না হলেও, পরবর্তীকালে তেজপাতার ব্যবসা (Business) করে মোটা টাকার মুনাফা অর্জন করতে পারেন আপনিও।