চাকরি গেল অঙ্কুশের! ডান্স বাংলা ডান্সের সঞ্চালনায় “হল্লা পার্টি”, বাদ পড়লেন নায়ক?

বাংলাহান্ট ডেস্ক : হইহই করে পথচলা শুরু হল ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) নতুন সিজনের। সদ্য শেষ হয়েছে সারেগামাপা। গ্র্যান্ড ফিনালের রেশ কাটতে না কাটতেই বড়সড় ধামাকার সঙ্গে শুরু হয়ে গেল ডিবিডি। প্রথম দিনের সূচনাই ছিল বেশ দমদার। সেই সঙ্গে ছিল একগুচ্ছ চমক। গত বারের সিজনের তুলনায় বেশ কিছু পরিবর্তনও হয়েছে এবারে। সবথেকে বড় ব্যাপার হল, সঞ্চালকের পদ খুইয়েছেন অঙ্কুশ হাজরা।

ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) শুভ সূচনা

রবিবার, ৮ ই মার্চ থেকে শুরু হল ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। প্রতি বারের মতো এবারেও বয়সের কোনো সীমাবদ্ধতা নেই প্রতিযোগীদের। বড়দের সঙ্গে মঞ্চ কাঁপাতে দেখা যাবে খুদে প্রতিভাদেরও। আগেই জানা গিয়েছিল, এবারের ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) বিচারকের আসনে থাকছেন যিশু, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। আর মহাগুরুর আসনে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর।

Ankush hazra will not be see  as anchor in dance bangla dance

থাকছে বড় চমক: দীর্ঘদিন পর আবারও জি বাংলায় ফিরেছেন যিশু সেনগুপ্ত। এবার ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) দেখা মিলবে যিশুর। আগে ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) বিচারকের আসনে ছিলেন যিশু। এবার ফের সেই ভূমিকাতেই ফিরেছেন তিনি। তবে এবার থাকছে আরো দুই বড় চমক।

আরো পড়ুন : মহাকুম্ভে মহা সঙ্কট! “ধুন্ধুমার সোমবার” পর্ব আনছে এই মেগা, চড়চড়িয়ে চড়বে TRP

সঞ্চালনা থেকে বাদ অঙ্কুশ: মহাগুরুর পাশে গত সিজনে (Dance Bangla Dance) দেখা গিয়েছিল হাম্পটিকে। এবার সে রয়েছে সঞ্চালকের ভূমিকায়। সঙ্গে আরো কয়েকজন খুদে মিলিয়ে ‘হল্লা পার্টি’ রয়েছে সঞ্চালনার দায়িত্বে। অন্যদিকে মিঠুনের পাশে এবার জায়গা করে নিয়েছে আরেকজন মিষ্টি পুঁচকে। তবে কি এবার আর অঙ্কুশকে দেখা যাবে না?

আরো পড়ুন : হানিমুনেও “লেজুড়” ধরবে গোটা পরিবার! বিতর্ক পিছু ছাড়ছে না জলসার সিরিয়ালের

বিগত দু বারের সিজনে মজার সঞ্চালনা দিয়ে ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) মাতিয়ে রেখেছিলেন অঙ্কুশ। এবারেও তিনি থাকছেন ঠিকই, তবে সঞ্চালক হিসেবে নয়, বিচারক হিসেবে। আগের মতোই মজা করেই প্রথম এপিসোড জমিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। আপাতত গ্র্যান্ড অডিশন পর্ব চলছে। আগামীতে এবারের সিজনে কোন চমক আসে সেটাই দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর