আটটার স্লট নিয়েই কাড়াকাড়ি, TRP দিতে না পারায় ৫ মাসেই বন্ধ আরেক সিরিয়াল! এইদিনেই অন্তিম সম্প্রচার

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় টিআরপিই শেষ কথা। আশানুরূপ নম্বর তুলতে না পারলে, প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকতে না পারলে অচিরেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক গুলি (Serial)। আগের মতো এখন আর বছরের পর বছর সময় দেওয়া হয় না কোনো সিরিয়ালকে। শুরুর পর কয়েক মাসের মধ্যে টিআরপি আনতে না পারলেই নয় স্লট বদল হয়, নয়তো শেষ করে দেওয়া হয় ধারাবাহিক (Serial)।

প্রাইম টাইমে স্লট (Serial) নিয়ে রেষারেষি

প্রতিটি সিরিয়ালেরই (Serial) প্রাথমিক লক্ষ্য থাকে প্রাইম টাইমে স্লট পাওয়ার। কারণ ওই সময়গুলিতেই বেশি দর্শকরা সিরিয়াল দেখে থাকেন। তাই টিআরপি বেশি ওঠার সম্ভাবনাও থাকে বেশি। এর মধ্যে আবার রাত আটটার স্লট নিয়ে থাকে বেশি আকর্ষণ। তবে এই স্লট ধরে রাখতে না পারলেই দ্রুত বদল হয় সিরিয়াল (Serial)।

Another serial of this channel is ending

নতুন সিরিয়াল আসছে প্রাইম স্লটে: জি বাংলায় যেমন ‘নিম ফুলের মধু’কে সরিয়ে ‘পরিণীতা’কে আনা হল রাত আটটায়। সেই সিরিয়াল (Serial) এখন টানা ধরে রেখেছে বেঙ্গল টপারের তকমা। অন্যদিকে স্টার জলসা রাত আটটার স্লটে পরিণীতাকে এঁটে উঠতে আনছে ‘পরশুরাম আজকের নায়ক’কে। এবার ফের একবার নতুন ধারাবাহিক (Serial) আসতে চলেছে এই স্লটে।

আরো পড়ুন : মহাকুম্ভে মহা সঙ্কট! “ধুন্ধুমার সোমবার” পর্ব আনছে এই মেগা, চড়চড়িয়ে চড়বে TRP

কম সময়েই শেষ হচ্ছে সিরিয়াল: মাত্র ৫ মাসেই শেষ হয়ে যাচ্ছে সান বাংলার সিরিয়াল (Serial) ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। পায়েল দে এবং তথাগতর সিরিয়ালটি টিআরপিতে বেশ পিছিয়ে পড়েছে। সম্ভবত সেই কারণেই এবার ধারাবাহিকটি (Serial) শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আরো পড়ুন : চাকরি গেল অঙ্কুশের! ডান্স বাংলা ডান্সের সঞ্চালনায় “হল্লা পার্টি”, বাদ পড়লেন নায়ক?

এই সময়ে আসতে চলেছে নতুন সিরিয়াল ‘Video বৌমা’। এই সিরিয়ালের (Serial) গল্পের ভিত্তিই হল সোশ্যাল মিডিয়া। নায়ক নায়িকা দুজনেই এখানে ব্লগার। নায়িকা মাটির স্বপ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। কিন্তু তার স্বপ্নে জল ঢেলে দেয় আরিয়ান। প্রথম থেকেই দুজনের মধ্যে রেষারেষির মনোভাব তৈরি হয়ে যায়। এবার এই সম্পর্ক আগামীতে কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর