তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ! হাজির পুলিশবাহিনী, আহত ৩

Last Updated:

বাংলা হাঁটব ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী সংঘর্ষের জেরে এবার উত্তাল হয়ে উঠল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যার জেরে কার্যত রণক্ষেত্রের  চেহারা নেয় হাসপাতালের জরুরী বিভাগ। পরিস্থিতি এমন আকার নেয় যে জরুরী বিভাগ তালা মেরে বন্ধ করে দিতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

কলকাতা মেডিক্যাল কলেজে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠী সংঘর্ষ

তৃণমূলের (Trinamool Congress) এই গোষ্ঠী সংঘর্ষের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা। অভিযোগ করা হয় জরুরি বিভাগের ভিতরে মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বউবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি আহত অবস্থায় তিন জনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।

ঘটনার সূত্রপাত হয়, কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় এক আইএনটিটিইউসি নেতার গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে। মারামারির এই ঘটনার জেরে সন্ধ্যার পর থেকে দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয় হাসপাতালের জরুরি বিভাগ৷ ফলে হাসপাতালে গিয়েও বিনা চিকিৎসায়ে ফিরে এসেছেন অনেক রোগী৷

আরও পড়ুন: দিনভর হয়রানি! বিধায়কের সুপারিশেও, TMC কর্মীকে ভর্তি নেওয়া হল না সরকারি হাসপাতালে

সূত্রের খবর, শুক্রবার মেডিক্যাল কলেজ সংলগ্ন কলুটোলা স্ট্রিটে একটি ইফতার পার্টিকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয় ৷ জানা যায়, তৃণমূলের গোষ্ঠীর কোন্দলের জেরে এদিন মাথা ফাটে এক তৃণমূল কর্মীর৷ চিকিৎসার জন্য দ্রুত তাঁকে মেডিক্যাল কলেজেরই জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷

Trinamool Congress

এখানেই শেষ নয় অভিযোগ, আহত ওই তৃণমূল কর্মীর চিকিৎসা চলাকালীন আবার ওই হাসপাতালে চড়াও হয় তার বিরোধী গোষ্ঠীর কর্মী, সমর্থকরা৷ এরফলে আরও একবার হাসপাতালের ভিতরেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ হাসপাতালের মধ্যেই পরপর এই  সংঘর্ষের জেরে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে উপস্থিত রোগী এবং তাঁদের আত্মীয় পরিজনরা৷

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X