বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসছেন তিন নতুন বিচারপতি। সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের সুপারিশের ১০ দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনটি নামে গ্রিন সিগন্যাল দিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। আইনজীবী স্মিতা দাস দে, ঋতব্রত মিত্র এবং ওম নারায়ণ রাই হচ্ছেন নতুন তিন বিচারপতি। তাদের নামে সায় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কলকাতা হাইকোর্ট থেকে সরছেন ‘এই’ দুই বিচারপতি-Calcutta High Court
শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল এক্স হ্যান্ডলে কলকাতা হাইকোর্টে নতুন ৩ বিচারপতির আগমনের কথা জানিয়েছেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের মোট পাঁচ আইনজীবীকে বিচারপতির জন্য সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে তিন নামে শীলমোহর দিয়েছে কেন্দ্র।
তবে নতুন ৩ বিচারপতি শপথ নেওয়ার পাশাপাশি বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত দুই বিচারপতির অন্যত্র বদলির সম্ভাবনা। কারণ বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের কলেজিয়াম এ রাজ্যের হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নামে সায় দিয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি শীর্ষ আদালতে শপথ নেবেন। একই সাথে বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে জাস্টিস বাগচী ভারতের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: ‘বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলাম, কারণ মমতাদি..,’ বিরাট কাণ্ড ‘ফাঁস’ করলেন সোনালী গুহ
এদিকে বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করেছে কেন্দ্র। অর্থাৎ দুই বিচারপতি যাচ্ছেন আর আসছেন তিন জন। এদিকে সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। নভেম্বর মাসে আর এক বিচারপতি অবসর নেবেন। উল্লেখ্য, দেশের সব থেকে প্রাচীন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অনুমোদিত বিচারপতির পদ ৭২। এই মুহূর্তে কর্মরত ৪৪ জন।