বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর কাণ্ড (Jadavpur University) নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। হুঁশিয়ারির পরিবর্তে আসছে পাল্টা হুঁশিয়ারি। আসরে সব পক্ষই। এবার যাদবপুর কাণ্ডে উত্তাপ বাড়াল বিজেপি। কড়া হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক (BJP MLA) বললেন, ‘যাদবপুর নিয়ে তৃণমূল ও সিপিএম এর লুকোচুরি চলছে। কেন্দ্র বিবেচনা করে এবিভিপি ও বিজেপিকে আধ ঘণ্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেবে।’
যাদবপুর কাণ্ডে আসরে বিজেপি- BJP
বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে ঠিক এই ভাবেই যাদবপুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গেরুয়া বিধায়কের কথায়, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম ও সংখ্যালঘুরা একদিকে ছিল আর বিজেপি একা একদিকে ছিল। সেই সম্পর্ক টেনে নিয়ে যেতেই যাদবপুরে এই অশান্তি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
একইসাথে এদিন ভোটার কার্ড ইস্যু নিয়েও সরব হন বিজেপি বিধায়ক। বলেন, বিভিন্ন রাজ্য থেকে হিন্দি ভাষাভাষি মানুষকে কাজের জন্য এসে এ রাজ্যের ভোটার হয়েছেন। নিজেদের রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে বিচার করে তারা বিজেপিকে সমর্থন করেন। ওই ভোটারদের চালাকি করে বাদ দিতেই তৃণমূলের চালাকি। দলীয়ভাবে সমীক্ষা চালানো হচ্ছে চালাকি করে।
আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠল নবান্নের ‘লক্ষ্মীর ভান্ডার’! অবশেষে বরাদ্দের ৬৯৯ কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার
বিধায়কের বার্তা, ‘তৃণমূলের সমীক্ষা শেষ হওয়ার পর আমাদের সমীক্ষা হবে। বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা ধরে আমাদেরও সমীক্ষা করতে হবে।’ তিনি বলেন, চাকরিজীবীদের উপর বিশেষ করে নজর রাখতে হবে কারণ তাদের অনেকের কর্মক্ষেত্রেও ভোটার লিস্টে নাম রয়েছে আবার গ্রামের বাড়িতেও।’ পাশাপাশি এদিন ওন্দার বিডিওকেও ববি হাকিমের জামাই এবং ভাগ্নে বলে তোপ দাগেন বিজেপি বিধায়ক।