বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে হোলির দিনই, কখন শুরু দোল পূর্ণিমার তিথি? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : ধর্ম-বর্ণ নির্বিশেষে একাকার হয়ে যাওয়ার উৎসব দোল (Holi)। মূলত বৈষ্ণব সম্প্রদায়ের পার্বণ হলেও, ফাল্গুনী পূর্ণিমায় অনুষ্ঠিত দোলযাত্রা নিয়ে সবারই উৎসাহ থাকে তুঙ্গে। প্রিয় মানুষের গালে এক চিলতে আবির মাখানোর আকাঙ্খায় এই দিনটির অপেক্ষায় থাকে না জানি কত উদ্যত যৌবন দূত! কবিগুরুর সুরে সুর মিলিয়ে কত শত তৃষ্ণার্ত হৃদয় হয়ত আপন মনেই গেয়ে ওঠে, “যাও যাও যাও গো এবার, যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও…।”

দোল পূর্ণিমার (Holi) নির্ঘণ্ট

তবে ২০২৫ সালের দোল যাত্রার (Dolyatra) দিন হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যদিও ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে জ্যোতিষমতে এই চন্দ্রগ্রহণের কোনও প্রভাবই পড়বে না ভারতে। ১৪ মার্চ, শুক্রবার সকাল ৯ টা ২৭ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল ১০ টা ৩৯ মিনিটে ও পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা ১১ টা ৫৬ মিনিটে।

আরও পড়ুন : করদাতাদের জন্য বড় আপডেট! ১ এপ্রিল থেকেই পাল্টে যাচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, আগেভাগে নিন জেনে

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে সুতককাল শুরু হয়। আর তা শেষ হওয়া পর্যন্ত থাকে। তবে তবে এই গ্রহণে ভারতে সুতককালের কোন সম্পর্ক নেই। চলতি বছর ১৪ মার্চ রঙের উৎসবে মেতে উঠবেন দেশবাসী। তবে  বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে দোল পূর্ণিমার তিথি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দোল পূর্ণিমা ২৯ ফাল্গুন।

Holi 2025 date and time

১৩ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৭ মিনিটে শুরু হয়ে ১৪ মার্চ, শুক্রবার সকাল ১২টা ২৫ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৩ মার্চ, বৃহস্পতিবার (বাংলা– ২৮ ফাল্গুন, বৃহস্পতিবার) সকাল ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ডে আরম্ভ হবে দোল পূর্ণিমা তিথি। ১৪ মার্চ, শুক্রবার (বাংলা– ২৯ ফাল্গুন, শুক্রবার) সকাল ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ড পর্যন্ত চলবে দোল পূর্ণিমা (Holi)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর