বাল্যবিবাহে গোটা এশিয়ায় শীর্ষে বাংলাদেশ! ভারতের অবস্থান কোথায়? সামনে এল রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক : বাল্যবিবাহের হারে সমগ্র এশিয়া মহাদেশে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। তবে বাল্যবিবাহের নিরিখে ভারতের (India)অবস্থান কি সেই বিষয়ে কৌতুহল সবার মধ্যেই রয়েছে। রাষ্ট্রপু‌ঞ্জের শাখা সংগঠন ইউনিসেফের এক রিপোর্টে বলা হয়েছে, এশিয়া মহাদেশের মধ্যে সামগ্রিকভাবে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে (Bangladesh)। এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে গত আড়াই দশকে বাল্যবিবাহের হার কমেছে অনেকটাই।

বাল্যবিবাহের কে ভারতের (India) অবস্থান কি?

আগে যেখানে প্রতি চার জন নাবালিকার মধ্যে একজন নাবালিকার বিয়ে হয়ে যেত, সেখানে বর্তমানে প্রতি পাঁচ জন নাবালিকার মধ্যে বিয়ে হচ্ছে এক জনের। ভারত (India) সহ গোটা বিশ্বে বাল্যবিবাহের হার কমলেও, ব্যতিক্রম বাংলাদেশ। ইউনিসেফের রিপোর্ট বলছে, বর্তমানে ২৪-২৫ বছর বয়সী বাংলাদেশি মহিলাদের ৫০ শতাংশই বাল্যবিবাহের (Child Marriage) শিকার। এই হার বর্তমানে সমগ্র এশিয়া (Asia) মহাদেশের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন : তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত! অপ্রতিরোধ্য থেকেই কিউই বধ রোহিত বাহিনীর

ইউনিসেফের (UNICEF) এই রিপোর্টে বলা হয়েছে, বাল্যবিবাহের কারণে ঘটে চলেছে স্বল্প বয়সে গর্ভধারণের মতো ঘটনা। বাংলাদেশ প্রসঙ্গ টেনে রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ২০-২৪ বছর বয়সি বাংলাদেশি মহিলাদের মধ্যে ২৪% মহিলা সন্তান প্রসব করেছেন ১৮ বছর বয়সের আগেই। পাশাপাশি, গত এক বছরে সঙ্গীর যৌন লালসার শিকার হয়েছেন বয়ঃসন্ধিকালের (১৫-১৯) ২৮ শতাংশ মহিলা।

আরও পড়ুন : চিন-পাকিস্তানের দাদাগিরি ঠেকাতে হাত বাড়াল বন্ধু! রাশিয়ার সাহায্যে এবার ভারতেই তৈরি হবে “ব্রহ্মাস্ত্র”?

অন্যদিকে, ভারতের (India) প্রসঙ্গ উল্লেখ করে ইউনিসেফের এই রিপোর্টে বলা হয়েছে, গোটা বিশ্বে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাল্য বিবাহ রুখতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে। দক্ষিণ এশিয়ার বাল্যবিবাহের হার ৫৪ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২৬ শতাংশে এসে পৌঁছেছে গত আড়াই দশকে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে অগ্রগতি দেখা গেছে ভারতে।

India child marriage rank in Asia.

বর্তমানে ভারতের মহিলাদের প্রতি পাঁচ জনের মধ্যে বাল্যবিবাহ হয়েছে মাত্র এক জনের। বাল্যবিবাহ রুখতে ভারতের একাধিক পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে এই রিপোর্টে। নারীশিক্ষা, দারিদ্র দূরীকরণ, পুলিশ এবং বিচারব্যবস্থা-সহ একাধিক কারণ যে বাল্যবিবাহ রুখতে অনুঘটকের কাজ করেছে সে কথাও রিপোর্টে উল্লেখ করেছে ইউনিসেফ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর