বাংলাহান্ট ডেস্ক : নতুন সপ্তাহ থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে টিআরপি লিস্টে। কারণ চ্যানেলগুলির বিভিন্ন সিরিয়ালের (Serial) ক্ষেত্রেও আসছে বদল। বেশ কিছু মেগার স্লট বদল হচ্ছে। পাশাপাশি নতুন গল্পও শুরু হচ্ছে চ্যানেলগুলিতে। এমতাবস্থায় টিআরপিতে উত্থান পতনের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।
নতুন সিরিয়াল (Serial) আসছে স্টার জলসায়
সোমবার, ১০ ই মার্চ থেকে স্টার জলসার পর্দায় পথচলা শুরু করছে ‘পরশুরাম আজকের নায়ক’। দর্শক টানতে একেবারে ভিন্ন ধরণের সিরিয়াল (Serial) আনছে জলসা, যা প্রথম বার দেখা যেতে চলেছে এই চ্যানেলে। এমনিতে পরশুরাম সাধারণ মধ্যবিত্ত বাঙালি। তার স্ত্রী সন্তান এবং সংসার সামলায়। কিন্তু প্রোমোতে দেখা গিয়েছে, (Serial) লুঙ্গি গুটিয়ে বন্দুক হাতে শত্রুদের পেছনে ছুটছে পরশুরাম।
সামনে এসেছে জব্বর প্রোমো: এদিকে ফোনে গোলাগুলির আওয়াজে বউয়ের জেরার মুখে পড়ে পরশুরাম (Serial)। উত্তরে সে বলে, ভিডিও গেমস খেলছিল সে। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আনডারকভার এজেন্ট হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রজিৎকে। তবে নায়ক কেন্দ্রিক সিরিয়াল (Serial) দেখে বেশ চমকেছেন দর্শকরা। এই সিরিয়ালেই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা।
আরো পড়ুন : দুই সিরিয়ালের দুই দুর্ধর্ষ ভিলেন, বাস্তবে বোন! এই সুন্দরীদের আসল পরিচয় জানতেন?
এন্ট্রি নতুন ভিলেনের: এবার এই সিরিয়াল (Serial) নিয়ে বড় আপডেট পাওয়া গেল। আরো এক নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে এই ধারাবাহিকে। তবে তিনি নায়ক নন, খলনায়ক। জানা গিয়েছে, টলিপাড়ার অতি জনপ্রিয় খলনায়ক (Serial) ভরত কলকে এবার দেখা যাবে পরশুরাম সিরিয়ালে। তাঁর চরিত্রটি নেতিবাচক হবে বলেই জানা যাচ্ছে। নায়কের জন্য নতুন কী বিপদ নিয়ে আসবেন তিনি সেটাই দেখার অপেক্ষা।
আরো পড়ুন : “ম্যাচিওর” হিরোর কমবয়সী নায়িকা, “বাবা-মেয়ে” বলে ট্রোল! রুবেল-জিতুর থেকে কত ছোট মোহনা-দিতিপ্রিয়া?
প্রসঙ্গত, সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’। এবার নায়িকা নয়, নায়ক কেন্দ্রিক গল্প দেখা যাবে ধারাবাহিকে। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে শুরু হবে এই নতুন সিরিয়াল।