“আমি মিম মেটিরিয়াল…”, স্বামী-স্ত্রী থেকে দাদা-বোন! বিতর্ক নিয়ে বিষ্ফোরক ‘ফুলকি’ দিব্যানী

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালগুলিতে (Serial) এক এক সময় এমন গল্পের মোচড় আসে যে সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়ে যায়। কখনো কোনো দৃশ্য নিয়ে ট্রোলিং হয়, কখনো আবার তা বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক (Serial) ‘ফুলকি’ও বিতর্কের মুখে পড়েছিল। রোহিত ফুলকির স্বামী স্ত্রী থেকে সটান দাদা বোন হয়ে যাওয়ার ট্র্যাক দেখানোয় বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল নেট পাড়ায়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন দিব্যানী মণ্ডল।

ফুলকি সিরিয়ালের (Serial) বিতর্ক নিয়ে জবাব দিব্যানীর

সম্প্রতি বিতর্কে উঠে এসেছিল ফুলকি সিরিয়ালটি (Serial)। গল্প অনুযায়ী, রুদ্ররূপ ষড়যন্ত্র করে রোহিত ফুলকিকে ভাই বোন প্রমাণ করতে চায়। প্রোমো সামনে আসতেই শুরু হয়েছিল ট্রোলিং। চলছে দেদার মিম, ট্রোলও। এমনকি অভিযোগ উঠেছে, এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন দিব্যানী নিজেই।

Divyani mondal opened up about phulki serial controversy

কী বললেন দিব্যানী: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিব্যানী (Serial) বলেন, তাঁকে নিয়ে এর আগেও ট্রোল হয়েছে। তিনি বলেছিলেন, পায়রা বলে কি মানুষ নয়? সেবারেও নাকি ট্রোল হয়েছিল। তবে সে সময় তিনি ইনস্টাগ্রামে তেমন সক্রিয় না থাকায় সেভাবে উপভোগ করতে পারেননি। তবে এবারে তাঁর বেশ মজা হচ্ছে।

আরো পড়ুন : দুই সিরিয়ালের দুই দুর্ধর্ষ ভিলেন, বাস্তবে বোন! এই সুন্দরীদের আসল পরিচয় জানতেন?

কী চলছে গল্পে: দিব্যানী জানান, তিনি নিজেই নাকি সবাইকে মিম পাঠাচ্ছেন। শেষমেষ মিম মেটিরিয়াল হতে পেরে নাকি দারুণ খুশি তিনি। সিরিয়ালে (Serial) অবশ্য ইতিমধ্যেই রুদ্রর জারিজুরি ফাঁস হয়েছে। তারা যে আদৌ ভাই বোন নয়, তা প্রমাণ করে দিয়েছে রোহিত ফুলকি।

আরো পড়ুন : ঘুরে যাবে খেলা, নতুন সিরিয়ালে এন্ট্রি “জাত” ভিলেনের! TRP-তে হবে পরিবর্তন?

বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে, রুদ্রকে ত্রিশূল ছুঁড়ে মেরেছে ফুলকি (Serial)। তারপর ফের হাসপাতাল থেকে রুদ্রকে কিডন্যাপ করে নিয়ে এসে তার থেকে স্বীকারোক্তি আদায় করতে তার উপরে অত্যাচার করে ফুলকি আর ঝিনুক। এদিকে পরের দিন রোহিতের সঙ্গে গোপন জায়গায় গিয়ে রুদ্রকে খুঁজে না পেয়ে ফুলকি চিন্তায় পড়ে যায়। পরে লাবু তাকে এসে জানায়, রুদ্রকে সে লুকিয়ে রেখেছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর