বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন অব্যাহত এ রাজ্যে। সম্প্রতি রাজ্য সরকার (State Government) ৪% ডিএ বৃদ্ধি করলেও তাতে খুশি নন সরকারি কর্মীদের (State Government Employees) একাংশ। এদিকে চলতি মাসেই আদালতে উঠছে ডিএ মামলা, সেই দিকেই নজর সকলের। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ব্যবধান কমানোর চেষ্টা করা হবে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
ডিএ বৃদ্ধির আশ্বাস- Dearness Allowance
ঘটনাস্থল ত্রিপুরা। ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানিয়েছেন, তাদের আমলে রাজ্য সরকারি কর্মচারীদের ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে। আগামিদিনে তা আরও বাড়ানো হবে।
ত্রিপুরায় দ্বিতীয় সরকারের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে আগের সরকারের কথাও।
তিনি বলেন, ‘আগের সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করতে চায়নি। আমরা যখন বিরোধী ছিলাম, তখন আমাদের আন্দোলনে দিতে বাধ্য হয়েছে ঠিকই তবে সেখানেও কম ডিএ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সরকার যখন এসে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করেছে। ২০২২ সাল থেকে ধাপে-ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্য সরকারি কর্মীদের ২০২২ সালে পাঁচ শতাংশ, তারপর ১২ শতাংশ ডিএ দিয়েছে সরকার। ২০২৪ সালে আরও পাঁচ শতাংশ, তারপর আরও পাঁচ শতাংশ ডিএ দেওয়া দেওয়া হয়েছিল। কোভিডকালেও তিন শতাংশ ডিএ দেওয়া হয়েছিল। মোট ৩০ শতাংশ ডিএ দিয়েছে আমাদের সরকার।’
আরও পড়ুন: বাড়ছে তাপমাত্রা, এরই মধ্যে টানা ঝমঝমিয়ে বৃষ্টি একাধিক জেলায়: আবহাওয়ার খবর
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। যা শীঘ্রই বাড়বে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের একদফায় ডিএ বাড়বে। এদিকে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। যা আগামী বছর কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে।