রোহিতের দলে থাকা নিয়ে প্রশ্ন! ‘সৌগত দাদুকে একটু বকবেন’! চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই ‘খোঁচা’ মমতাকে

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার টানটান ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতেছে ভারত। এরপরেই রোহিত শর্মার (Rohit Sharma) দলকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পোস্টের নীচে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে ‘খোঁচা’ দিয়ে একের পর এক কমেন্ট করতে থাকেন নেটাগরিকরা।

‘সৌগত দাদুকে একটু বকে দেবেন’! মমতাকে (Mamata Banerjee) ‘খোঁচা’ নেটাগরিকদের

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারত অধিনায়কের ফর্ম ও ফিটনেস নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সেমিফাইনালের আগেই রোহিত শর্মাকে নিয়ে নিজের মতামত জানিয়ে বিতর্কে জড়ান দমদমের তৃণমূল সাংসদ। সৌগত সেই সময় রোহিতের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফাইনাল ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার পান সেই রোহিতই, চ্যাম্পিয়ন হয় তাঁর দল। এরপরেই তাঁকে নিশানা করেন নেটাগরিকদের একাংশ।


গতকাল রাতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সেই পোস্টের নীচেই সৌগতকে নিয়ে কমেন্ট করেন অনেকে। একজন নেটাগরিক লিখেছেন, ‘আপনার দলের নেতা তো চেয়েছিলেন যে রোহিত ভারতীয় দল থেকেই বাদ পড়ে যাক’। দ্বিতীয়জনের আবার কমেন্ট, ‘সৌগতদাদুকে একটু বকা দেবেন সময় মতো’।

আরও পড়ুনঃ POCSO নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের! ‘ঠোঁট চেপে ধরা, পাশে শোয়া মানেই…’! শুরু বিতর্ক

তৃতীয় এক নেটাগরিকের কমেন্ট, ‘আপনাদের একজন সাংসদ রয়েছে সৌগত রায়, ওনাকে বলে দেবেন, রোহিত শর্মা ফাইনাল ম্যাচে সর্বোচ্চ রান করেছেন’। মমতার পোস্টের নীচে আবার একটি মিমও শেয়ার করেছেন একজন সমাজমাধ্যম ব্যবহারকারী। সেখানে দেখা যাচ্ছে, কংগ্রেস নেত্রী শামা মহম্মদের পিছনে দৌড়চ্ছেন রোহিত শর্মা।

Mamata Banerjee trolled for Sougata Roy

উল্লেখ্য, সম্প্রতি এই শামাই ভারত অধিনায়ককে ‘মোটা’ বলে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। সেই সময় প্রতিক্রিয়া দিতে গিয়েই রোহিতের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত (Sougata Roy)। বলেছিলেন, ‘রোহিতের দলে থাকার যোগ্যতা নেই। অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন বলে ভারত জিতছে। অধিনায়কের কোনও অবদান নেই’।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মারকাটারি পারফরম্যান্স করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন রোহিত। এই আবহে ভারত অধিনায়কের প্রশংসা না করে পারেননি তৃণমূল সাংসদ। সেই সঙ্গেই দাবি করেন, তাঁর অবসর নেওয়া উচিত। রোহিতকে নিয়ে করা সৌগতর পুরনো কমেন্টের জন্যই এদিন মমতাকে (Mamata Banerjee) খোঁচা দেন নেটাগরিকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর