‘এই’ ক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় খবর! এবার সুস্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে বহুদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। শিক্ষক থেকে শুরু করে পুরসভায় নিয়োগ (Municipality Recruitment) দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমানে এই মামলাগুলির তদন্ত চলছে। এই আবহে নিয়োগের ক্ষেত্রে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি সুস্পষ্ট নির্দেশিকা।

নিয়োগ নিয়ে কড়া অবস্থান রাজ্যের (Government of West Bengal)!

স্বায়ত্তশাসিত রাজ্যের সকল পুরসভায় (Municipality) নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জানানো হয়েছে, কোনওভাবেই নিজস্ব নিয়োগ করতে পারবে না সংস্থাগুলি। প্রয়োজনীয় কোনও পদে যদি নিয়োগ করতে হয়, তাহলে শুধুমাত্র রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই তা করতে হবে। ইতিমধ্যেই সকল পুরসভা, ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কর্তৃপক্ষ ও নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

নির্দেশিকা দিয়ে স্পষ্ট বলা হয়েছে, এই সকল প্রতিষ্ঠানগুলিতে কর্মচারী নিয়োগের দায়িত্ব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (Municipal Service Commission)। সেই সঙ্গেই বলা হয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের নানান প্রতিষ্ঠানও এই নির্দেশের অধীন আসবে।

আরও পড়ুনঃ তদন্তের নামে হেনস্থার অভিযোগ! এবার খোদ পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা! তোলপাড় রাজ্য

কর্মী নিয়োগের প্রয়োজন পড়লে পুরসভা ও নোটিফায়েড এরিয়া কর্তৃপক্ষ ‘ডিরেক্টর অফ লোকাল বডিজ’এর মাধ্যমে সেটি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে জানাবে। পুরসভা উন্নয়ন কর্তৃপক্ষ কর্মী নিয়োগের বিষয়টি পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে জানাবে।

দফতর সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্দেশ আগেই ছিল। তবে আরবান লোকাল বডিগুলি নিয়োগ নিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ায় বেশ কিছু বিষয়ে জটিলতা দেখা দেয়। এবার থেকে এমন কিছু যাতে না হয়, সেই জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।

Nabanna Government of West Bengal Government scheme

এদিকে কলকাতা হাইকোর্ট সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চের তরফ থেকে রাজ্যকে (Government of West Bengal) নির্দেশ দেওয়া হয়, এই বিষয়ে ২০১৯ সালের ৯ জানুয়ারি যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটি ফের একবার আরবান লোকাল বডিগুলিকে জানাতে।

উল্লেখ্য, রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে এর আগে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, ক্যাটাগরি এ, বি ও সি-র নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। তার ওপর ভিত্তি করে উল্লিখিত ক্যাটাগরিতে নিয়োগ করা যাবে। এবার সেদিকে নজর রেখেই রাজ্যের তরফ থেকে সুস্পষ্ট নির্দেশিকা জারি করা হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর